কক্সবাজারের টেকনাফ অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ সময় ইকরাম (২৯) নামের এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবক টেকনাফ উপজেলার দক্ষিণ হ্নীলা গ্রামের রবিউল হোসেনের ছেলে।
বুধবার (২৮ মে) দুপুরে বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ ওই মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
বিজিবির দেওয়া তথ্যমতে, উখিয়া ৬৪ ব্যাটালিয়নের সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, টেকনাফ হোয়াইক্যং সীমান্ত দিয়ে ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে টেকনাফের দিকে যাচ্ছে। এ খবরের ভিত্তিতে বিজিবির হোয়াইক্যং চেকপোস্টে টহল জোরদার করা হয় এবং রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উখিয়া থেকে টেকনাফগামী একটি মোটরসাইকেল চেকপোস্টের নিকট এলে কর্তব্যরত বিজিবি সদস্যরা প্রধান সড়কে ব্লক দিয়ে থামানোর চেষ্টা করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময় মোটরসাইকেল আরোহী থামানোর পরিবর্তে দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কর্তব্যরত বিজিবি সদস্যরা পেছন থেকে বাঁশ দিয়ে আঘাত করলে মোটরসাইকেল পড়ে যায়। পরে বিজিবি সদস্যরা আটক ইকরামের কাঁধে রক্ষিত ব্যাগে প্লাস্টিকের টেপ দিয়ে প্যাঁচানো এক লাখ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। আটক যুবককে জব্দ করা ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।