X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

‘আমার এখন দেহ আছে, প্রাণ নেই’

তানভীর হোসেন, নারায়ণগঞ্জ
১৮ মে ২০১৬, ১৫:২৪আপডেট : ১৮ মে ২০১৬, ১৫:৪৬

‘শ্যামল স্যার আর নেই। তিনি এখন মৃত, তিনি মারা গেছেন। তার দেহ আছে প্রাণ নেই।’ প্রচণ্ড অভিমান ও লজ্জায় এসব কথা বলেছেন পিয়ার সাত্তার লতিফ স্কুল থেকে সদ্য বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত নিজেই। বুধবার চিকিৎসাধীন অবস্থায় বাংলা ট্রিবিউন এর সঙ্গে কথা বলার সময় প্রচণ্ড আক্ষেপে তিনি বলতে থাকেন, ‘যে হাতে শিক্ষার্থীদের তৈরি করেছি, সেই শিক্ষার্থীদের অনেকেই সেদিন আমার গায়ে হাত তুলেছে। আমার আর বাঁচার কোনও অধিকার নেই।’ নারায়ণগঞ্জের স্কুলে গত শুক্রবার ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ এনে প্রছণ্ড মারধর করা হয় তাকে, পরে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে কান ধরে ওঠবস করতেও বাধ্য হন তিনি।

হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক শ্যামল কান্তি ভক্ত

শহরের খানপুরে ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।  এই স্কুল শিক্ষক বলেন, প্রচণ্ড মারধরের কারণে তার শরীরে এখনও প্রচুর ব্যাথা। ঘাড়ে পিঠে ব্যাথা কমছে না। উন্নত চিকিৎসা প্রয়োজন।

এ ব্যাপারে হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডাক্তার শফিউল আজম বলেন, শ্যামল কান্তি ভক্তের শারীরিক অবস্থার উন্নতি ঘটছে। তার উন্নত চিকিৎসার ব্যাপারে আমরা বোর্ড বসিয়ে সিদ্ধান্ত নেবো।

শ্যামল কান্তি ভক্ত বলেন, ‘আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। আর যাতে কেউ এভাবে না ফাঁসে। তাহলে শিক্ষকদের মর্যাদা থাকবে না। আমাকে উদহারণ হিসেবে এখন দাঁড় করানো হবে। আমার সম্মান আর নেই। আমার ওপর যারা হামলা করেছে তাদের কেউ কেউ আমার ছাত্র। আমি একজন হতভাগ্য যে আমার হাতে গড়া ছাত্ররাও আমাকে লাঞ্ছিত করেছে। আমার সম্মান শেষ।’

তিনি আরও বলেন, ‘আমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমাকে চাকরিচ্যুত করা হলো। আমার তিন মেয়ের ভবিষ্যত নিয়ে আমি এখন চিন্তিত।’

আরও পড়তে পারেন:

সেলিম ওসমানের পক্ষে ৪৩ ব্যবসায়ী সংগঠন! সেলিম ওসমানের পক্ষে ৪৩ ব্যবসায়ী সংগঠনের সংবাদ সম্মেলন

এদিকে, শ্যামল কান্তি ভক্তের স্ত্রী সবিতা হালদার ৩০০ শয্যা হাসপাতালের সিনিয়র নার্স। স্বামীর এমন ঘটনায় তিনি নিজেও ক্ষুব্ধ। স্বামীকে অপদস্থের ঘটনায় জড়িতদের শাস্তি দাবির পাশাপাশি তার উন্নত চিকিৎসার দাবিও করেছেন তিনি।

গত ১৩ মে’র ঘটনার পরদিন থেকে এ হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন শ্যামল কান্তি। তাকে হাসপাতালের ৩ নম্বর কেবিনে রাখা হয়েছে। নিরাপত্তার জন্য কেবিনের বাইরে দুইজন পুলিশ কনস্টেবল নিয়োগ করা হয়েছে।

এ সময় এক পুলিশ কনস্টেবল জানান, ভর্তি হওয়ার পর থেকে বিভিন্ন ছাত্র সংগঠন থেকে শুরু করে নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতারা তার সঙ্গে দেখা করছেন।

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আকাশ প্রতিরক্ষা জোরদারে কাজ করবে যুক্তরাষ্ট্র-ইউক্রেন
ট্রাম্প-জেলেনস্কি ফোনালাপআকাশ প্রতিরক্ষা জোরদারে কাজ করবে যুক্তরাষ্ট্র-ইউক্রেন
‘সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে কেউ অনৈক্য করতে চাইলে মোকাবিলা করা হবে’
‘সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে কেউ অনৈক্য করতে চাইলে মোকাবিলা করা হবে’
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
আরও ৬ জনের করোনা শনাক্ত
আরও ৬ জনের করোনা শনাক্ত
সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত