X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ফুটবল খেলায় ফাউল নিয়ে মারামারি, প্রাণ গেল টিম ম্যানেজারের

মানিকগঞ্জ প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৭, ১৭:২৪আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১৭:৫৬

মানিকগঞ্জ




মানিকগঞ্জের সিঙ্গাইরে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে একটি ফাউলের ঘটনাকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মারামারিতে নিহত হয়েছেন টিম ম্যানেজার সেলিম মালিক (৩৫)। গত শনিবার বিকালে স্থানীয় নবগ্রাম বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। সিঙ্গাইর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সেলিম উপজেলার বলধারা ইউনিয়নের বড় কালিয়াকৈর ডিগ্রিবাধা গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে।

খেলার আয়োজক ছাত্র ও যুব কল্যাণ উন্নয়ন সংঘের সভাপতি শামীম আহম্মেদ বলেন, “আমাদের সংগঠন ‘ছাত্র ও যুব কল্যাণ উন্নয়ন সংঘে’র উদ্যোগে স্থানীয় নবগ্রাম বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ২৫ সেপ্টেম্বর থেকে এ টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার (৭ অক্টোবর) ছিল কবি নজরুল ইসলাম স্মৃতি সংঘ ও বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান ক্রীড়া একাদশের মধ্যে সেমিফাইনাল খেলা। খেলার দ্বিতীয়ার্ধে একটি ফাউল হওয়াকে কেন্দ্র করে প্রথমে দুই দলের খেলোয়ারদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে এ নিয়ে উভয় দলের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়লে খেলা পণ্ড হয়ে যায়। এসময় কবি নজরুল ইসলাম স্মৃতি সংঘের টিম ম্যানেজার সেলিম মালিক গুরুত্ব অসুস্থ হয়ে পড়লে, তাকে মাঠের পাশে মনসুর মেম্বারের বাড়িতে নিয়ে মাথায় পানি দেওয়া হয়। তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
নিহতের স্বজন ওসমান গনি জানান, এ ঘটনায় নিহত সেলিম মালিকের স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ক্রীড়া একাদশের অধিনায়ক জিয়াউর রহমান, খেলোয়ার সেলিম হোসেন, আফজাল হোসেন, মহন ও রনিসহ অজ্ঞাত ২০-৩০ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। 
সিঙ্গাইর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) নজরুল ইসলাম জানান, ‘খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে রবিবার দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেলিম মালিক হৃদরোগে আক্রান্ত হয়ে, না প্রতিপক্ষের আঘাতে মারা গেছেন তা নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ’ 

আরও পড়তে পারেন: বরিশালে তিন জেলের সাজা, ইলিশ ও জাল জব্দ 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ অনুদান হবে সীমিত: রুবিও
যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ অনুদান হবে সীমিত: রুবিও
ত্বকের যত্নে আমের খোসা কাজে লাগাবেন যেভাবে
ত্বকের যত্নে আমের খোসা কাজে লাগাবেন যেভাবে
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: আরও দুই শিশুর মরদেহ উদ্ধার
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: আরও দুই শিশুর মরদেহ উদ্ধার
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল