X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বীজবিহীন লেবুতে কৃষকের ভাগ্য বদল

মোজাম্মেল হোসেন মুন্না, গোপালগঞ্জ
১৮ জানুয়ারি ২০২১, ২৩:৪৮আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ২৩:৪৮

উন্নত জাতের সিডলেস বা বিচিবিহীন লেবু চাষ করে ভাগ্য বদলেছেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কদমপুর গ্রামের এক কৃষকের। তার পরিবারে ফিরেছে সুদিন, হচ্ছে অন্যদের কর্মসংস্থানও। জেলার অন্য কৃষকরাও এই লেবু বাগান করে নিজেদের ভাগ্য বদলাতে আগ্রহী।
মুকসুদপুর উপজেলার কৃষক সামিউল হক আড়ই একর কৃষি জমি লিজ নিয়ে গত বছরের প্রথম দিকে শুরু করেন উন্নত জাতের বিচিবিহীন লেবুর চাষ। বছর ঘুরতে না ঘুরতেই বাগানে বাম্পার ফলন দেখা গেছে। লেবু গাছে থোকায় থোকায় লেবুতে ভরে গেছে। সামিউলের এই সাফল্যে ইতোমধ্যেই এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। এলাকার অনেক যুবক লেবু চাষে আগ্রহী হয়ে উঠেছে।
সৌদি প্রবাসী নুরুল হোসেন দেশে ফিরে এই লেবু বাগান দেখতে এসেছেন। তিনি তার জমিতেও এই লেবু বাগান করতে চান। তিনি বলেন, ‘করোনা আসার আগে দেশে এসে আটকা পড়েছি। এখন আর বিদেশে যেতে চাই না। দেশে বসেই কিছু একটা করতে চাই। তাই এই লেবু বাগান দেখতে এবং বাগান মালিকের সঙ্গে কথা বলতে এসেছি।’
তিনি আরও বলেন, ‘এই বাগানের লেবু গাছে যেভাবে লেবু ধরেছে তাতে মন ভরে যায়। আগামীতে আমিও এই জাতের লেবু বাগান করবো বলে আশা করছি।’
বাগানের মালিক মো. সামিউল হক জানান, অনেকে আমার কাছে পরামর্শ নিতে আসে। আমি তাদের সিডলেস বা বিচিবিহীন এই জাতের লেবু বাগান করতে বলি। এতে অনেক বেশি ফলন। আমি লেবুর চারা বানিয়েছি। কেউ চারা ও পরামর্শ নিতে আসলে আমি তাদেরকে পরামর্শ দেই।
গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. অরবিন্দ কুমার রায় বলেন, ‘কৃষকেরা যদি এই লেবু চাষে উদ্বুদ্ধ হন তাহলে আমাদের ভিটামিন সি-এর ঘাটতি পূরণ হবে। সবাইকে এই লেবুর বাগান করার পরামর্শ দিচ্ছি। এই সিডলেস বা বিচিবিহীন লেবুর চাষ করে কৃষকেরা লাভবান হতে পারবেন। এটি সারা জেলায় চাষাবাদ হলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
১০ মাসে এলো রেকর্ড পরিমাণ রেমিট্যান্স
১০ মাসে এলো রেকর্ড পরিমাণ রেমিট্যান্স
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
টেকনাফে অপহরণের শিকার একই পরিবারের ৩ জনকে উদ্ধার
টেকনাফে অপহরণের শিকার একই পরিবারের ৩ জনকে উদ্ধার
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে