X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নিষ্কাশন ব্যবস্থা না রেখে রাস্তা নির্মাণ, ৭০০ একর জমি জলাবদ্ধ

এনায়েত করিম বিজয়, টাঙ্গাইল
০২ ডিসেম্বর ২০২১, ২২:১১আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ২২:২৩

কয়েক গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি রাস্তা নির্মাণের। দাবির পরিপ্রেক্ষিতে রাস্তাটি এখন দৃশ্যমান। রাস্তা নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। তবে কৃষকের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে রাস্তাটি।

পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে রাস্তাটি নির্মাণ করা হয়েছে। এতে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বাসাইল-পাথরঘাটা সড়কের পাশের কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় কৃষকের প্রায় ৭০০ একর জমি এখন নিমজ্জিত।

জানা যায়, বাসাইল থেকে পাথরঘাটায় রাস্তা নির্মাণের জন্য কয়েকটি এলাকার মানুষ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল। তাদের দাবির পরিপ্রেক্ষিতে রাস্তা নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণের সময় রাস্তার নলগারিয়া বাজার এলাকার কালভার্টটি ভেঙে মাটি দিয়ে ভরাট করা হয়। এ জন্য অসংখ্য কৃষকের আবাদি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তিন বছর ধরে জমিতে আবাদ থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। যেখানে একসময় মাঠজুড়ে সরিষা ফুলের হাসি ছিল, সেখানটা এখন কচুরিপানার ফুলে ভরে আছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুই ফসলি জমিগুলো এখন এক ফসলিতে পরিণত হয়েছে। সরিষার আবাদ না করতে পেরে অসংখ্য কৃষক চরম বিপাকে পড়েছেন।

পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করার লক্ষ্যে কৃষক ও জমির মালিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন। কিন্তু কোনও প্রতিকার পাচ্ছেন না। এ অবস্থায় চরম হতাশা দেখা দিয়েছে এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে।

স্থানীয় ইউপি সদস্য আবুল হেসেন বলেন, ‘পূর্বপৌলী মৌজার প্রায় ৭০০ একর জমির পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্ট ছিল। সময় মতো পানি নিষ্কাশন হতো। রাস্তা নির্মাণের সময় কালভার্টটি ভেঙে ফেলা হয়। তারপর পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখেই রাস্তার নির্মাণকাজ শেষ করা হয়। এতে জমিগুলো তিন বছর ধরে জলাবদ্ধ হয়ে আছে। সরিষার আবাদ করতে পারছেন না কৃষকরা। জলাবদ্ধতার কারণে আগামী বোরো মৌসুমের বীজতলা তৈরি করতেও পারছেন না তারা।’

ওই এলাকার কৃষক আব্দুল গণি মিয়া বলেন, ‘রাস্তা নির্মাণের আগে এসব জমির পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্ট ছিল। তখন যথাসময়ে জমির পানি বেরিয়ে যেতো। পুরো মাঠে হতো সরিষার আবাদ। একরপ্রতি প্রায় ২০-২৫ মণ সরিষা উৎপাদন হতো। আমারও আট একর জমি জলাবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘সড়ক নির্মাণের সময় ওখানের কালভার্টটি ভেঙে ফেলে ঠিকাদারের লোকজন। সেখানে কালভার্ট নির্মাণ না করেই সড়ক ভরাট করা হয়। এ জন্য ফসলি জমিগুলোতে তিন বছর ধরে সরিষার আবাদ করতে পারছি না। জমিতে পানি থাকায় ইরি-বোরো আবাদের বীজতলা তৈরি করতে পারছি না।’

পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুই ফসলি জমিগুলো এখন এক ফসলিতে পরিণত হয়েছে

হাছেন মিয়া, ইসমাইল হোসেন, আনোয়ার হোসেন, খুসিমোহন সরকার, গণেশ চন্দ্র মন্ডলসহ একাধিক ক্ষতিগ্রস্ত কৃষক বলেন, ‘পূর্বপৌলী মৌজায় প্রায় সাতশ’ একর কৃষিজমির পানি নিষ্কাশন হচ্ছে না। ফলে পুরো মৌজায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে শতাধিক কৃষক চাষাবাদ নিয়ে বিপাকে পড়েছেন। তিন বছর ধরে ওসব কৃষিজমি অনাবাদি পড়ে আছে। পানি নিষ্কাশনের জন্য স্থানীয়ভাবে অনেক চেষ্টা করেও কাজ হয়নি। তাই আমরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন দিয়েছি।’

কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ খান বলেন, ‘পানি নিষ্কাশনের পথ বন্ধ করে অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণ করায় ওই এলাকার শতাধিক একর আবাদি জমি তিন বছর ধরে অনাবাদি পড়ে আছে। এতে এলাকার অসংখ্য কৃষক ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এভাবে চলতে থাকলে এলাকার কৃষকদের পথে বসা ছাড়া উপায় থাকবে না। তাই দ্রুত সময়ের মধ্যে এখানে একটি কালভার্ট নির্মাণের দাবি জানাই।’

এ ব্যাপারে উপজেলা এলজিইডি কার্যালয়ের প্রকৌশলী আব্দুল জলিল বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম বলেন, ‘পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে রাস্তা নির্মাণ করায় কৃষকদের বিপাকে পড়তে হয়েছে। বিষয়টি এতদিন আমাকে কেউ জানায়নি। জানার পর প্রাথমিকভাবে একটি কালভার্ট নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওই এলাকার কৃষকদের বাঁচাতে স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন বলেন, ‘আমি কয়েক দিন আগে এখানে যোগ দিয়েছি। বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
গরমে নাকাল পথচারীদের জন্য পানির ব্যবস্থা করলো ফায়ার সার্ভিস
আড়াই শতাধিক মানুষের তৃষ্ণা মেটালেন জবি শিক্ষার্থীরা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী