X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

বকেয়া পাওনার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২১, ২০:২৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ২০:২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের কুনতং অ্যাপারেলস লিমিটেড নামে (ফ্যাশন সিটি) একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন। বুধবার দুপুরে চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ করেন তারা। 

শ্রমিকদের পক্ষে শ্রমিক নেতা আবু নাঈম খান বিপ্লব বলেন, ‘ফ্যাশন সিটি মালিক কর্তৃপক্ষ ২০২০ সালের ১২ সেপ্টেম্বর কারখানাটি হঠাৎ লে-অফ ঘোষণা করেন। বেপজা আইন লঙ্ঘন করে অতিরিক্ত আরও ৩ মাস লে-অফ করে রাখেন তারা। চলতি বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এসে মালিক কর্তৃপক্ষ জানায়, কারখানাটি চলতি বছরের ১ জানুয়ারি থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরে ২০ সালের ডিসেম্বর মাসের বকেয়া বেতন গ্রহণ করতে শ্রমিকরা কারখানায় গেলে পুলিশ ও সন্ত্রাসীরা শ্রমিকদের ওপর হামলা চালায় এবং অর্ধশতাধিক শ্রমিক আহত হন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কয়েক দিনে শ্রমিকদের প্রাপ্য বকেয়ার মাত্র ৩৬ শতাংশ পরিশোধ করা হয়েছে। বেপজা কর্তৃপক্ষ থেকে বলা হয়, অবশিষ্ট ৬৪ শতাংশ পাওনাদি অচিরেই পরিশোধ করা হবে। কিন্তু ১০ মাস পার হলেও তা পরিশোধ করা হয়নি।’

শ্রমিক মঞ্জু আরার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন– সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক এসএম কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সহ-সভাপতি আনোয়ার খান, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সিদ্ধিরগঞ্জ থানার সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন, কারখানা শ্রমিক সীমা, ফরিদ, সাবিনা, রিনা, বিনু, মনির, শাহিনুর ও তহুরা প্রমুখ।

সমাবেশে বক্তারা জরুরি ভিত্তিতে প্রাপ্য বকেয়া পরিশোধের দাবি জানান।

/এমএএ/
সম্পর্কিত
গাজীপুরে পোশাকশ্রমিক হৃদয় হত্যাকারীদের বিচার দাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ, প্রতিবাদে বিক্ষোভ
পোশাকশ্রমিককে পিটিয়ে হত্যা, বিক্ষোভের পর কারখানা বন্ধ ঘোষণা ‎
সর্বশেষ খবর
ইউএসএআইডির অনুদান বাতিলের সিদ্ধান্তে মৃত্যুঝুঁকিতে দেড় কোটি মানুষ: গবেষণা
ইউএসএআইডির অনুদান বাতিলের সিদ্ধান্তে মৃত্যুঝুঁকিতে দেড় কোটি মানুষ: গবেষণা
জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া
জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া
সুমনের অ্যানিমেশন গানচিত্র ‘বোকা মানুষ’
সুমনের অ্যানিমেশন গানচিত্র ‘বোকা মানুষ’
চট্টগ্রামে ইউপিডিএফ সদস্য গ্রেফতার
চট্টগ্রামে ইউপিডিএফ সদস্য গ্রেফতার
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি