X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ফরিদপুরে বুস্টার ডোজ পাবেন যারা

ফরিদপুর প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২২, ১৬:১০আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৯:০৭

করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর ছয় মাস পার হয়েছে—এমন ব্যক্তিদের ফরিদপুরে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। এ জন্য কোনও নিবন্ধনের প্রয়োজন নেই। দেখাতে হবে না মেসেজও। ছয় মাস পার হওয়ার পর আগে টিকা নেওয়া কেন্দ্রে গিয়ে টিকা কার্ড দেখালেই মিলবে বুস্টার ডোজ।

মঙ্গলবার (১১ জানুয়ারি) ফরিদপুরের স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, বর্তমানে জেলায় বুস্টার ডোজের জন্য পর্যাপ্ত টিকা রয়েছে। সবাইকে আগের কেন্দ্রে গিয়ে বুস্টার ডোজ নিতে বলা হয়েছে। ফরিদপুর জেলা শহরের তিনটি কেন্দ্রে ও জেলা সদরের বাইরে আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে।

জানা গেছে, বর্তমানে ফরিদপুর জেলা স্বাস্থ্য বিভাগে এক লাখের মতো টিকা মজুত রয়েছে। বুস্টার ডোজের পাশাপাশি জেলার অন্যান্য উপজেলায় ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হচ্ছে।

গত শনিবার আইন-শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক অতুল সরকার জানিয়েছেন, যারা এখনও টিকা নেননি তাদের বাইরে ঘোরাফেরা করতে দেওয়া হবে না।

অতুল সরকার করোনার সংক্রমণ রোধে সবার সহযোগিতা চেয়ে বলেন, ‘যদি একজন ব্যক্তি ভ্যাকসিনেশন থেকে বাদ পড়েন, তাহলে শুধু পরিবারের লোকেরাই নয়, গোটা সমাজের সবাই হুমকির মুখে পড়বে।’

সভায় জানানো হয়, শুধু বাইরে চলাফেরাই নয়, টিকা না নিলে কাঙ্ক্ষিত সেবাও মিলবে না। এ বিষয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সিভিল সার্জন ডা. মো. ছিদ্দিকুর রহমান জানান, যাদের টিকা নেওয়ার পর ছয় মাস পার হয়েছে তাদের আগের কেন্দ্র থেকে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ফরিদপুরে এখন পর্যন্ত ৯ লাখ ৯২ হাজার ৫৮৭ জনকে প্রথম ডোজ ও সাত লাখ ৫৬ হাজার আট জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। গত শনিবার পর্যন্ত জেলায় ৯১ জন বুস্টার ডোজ নিয়েছেন।

/আরকে/এফআর/এমওএফ/
সম্পর্কিত
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
করোনার টিকা নিয়ে ৪ বছর ধরে ‘অজানা রোগে’ ভুগছেন সাংবাদিক বিষ্ণু
দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে উদ্বেগ কতটা?
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে চায় বাংলাদেশ
যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে চায় বাংলাদেশ
আ.লীগ কার্যালয় থেকে ‘চর উন্নয়ন কমিটির’ সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে
আ.লীগ কার্যালয় থেকে ‘চর উন্নয়ন কমিটির’ সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে
ঐকমত্য কমিশনের সঙ্গে সিপিবির আলোচনা
ঐকমত্য কমিশনের সঙ্গে সিপিবির আলোচনা
রাশিয়ার ক্রাকোভ কনস্যুলেট বন্ধের ঘোষণা পোল্যান্ডের
রাশিয়ার ক্রাকোভ কনস্যুলেট বন্ধের ঘোষণা পোল্যান্ডের
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়