X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যাচেষ্টা, চিকিৎসক স্বামী কারাগারে

জয়পুরহাট প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২২, ১৭:২৪আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৭:৪৫

জয়পুরহাট আদালতে স্ত্রীর করা যৌতুকের মামলায় চিকিৎসক স্বামীকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো স্বামীর নাম ডা. আল রাজী। তিনি নরসিংদীর লায়ন্স চক্ষু হাসপাতালে কর্মরত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, জয়পুরহাটের কালাই উপজেলার চিকিৎসক তরুণীর সঙ্গে নওগাঁ জেলার পান্থপর কুমাইগাড়ী এলাকার ডা. ময়েন উদ্দীনের ছেলে ডা. আল-রাজীর ২০১৩ সালের এপ্রিলে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রীর কাছে এক কোটি টাকা যৌতুক দাবি করেন তিনি। এ নিয়ে বিভিন্ন সময় চাপ এবং শারীরিক ও মানসিক নির্যাতনও করেন। একপর্যায়ে গত বছরের ২৪ জুলাই স্ত্রীকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। এ ঘটনায় স্ত্রী ৯৯৯-এ কল দিলে নওগাঁ থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। খবর পেয়ে ভুক্তভোগীর মা-বাবা বাড়িতে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে এনে জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করেন।

গত বছরের ২০ আগস্ট নওগাঁ সদর মডেল থানায় ভুক্তভোগী স্ত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় ডা. আল-রাজী প্রায় তিন মাস ধরে কারাগারে রয়েছেন। পাশাপাশি গত ২২ আগস্ট জয়পুরহাট আদালতে যৌতুকের একটি মামলাও করেন ভুক্তভোগী স্ত্রী। সেই মামলায় বুধবার আসামিকে নওগাঁ জেলা কারাগার থেকে জয়পুরহাট আদালতে হাজির করে পুলিশ। এ সময় আসামিপক্ষ জামিন আবেদন করে। বিচারক তার জামিন নামঞ্জুর করে জয়পুরহাট কারাগারে পাঠানোর আদেশ দেন।

জয়পুরহাট কোর্ট পরিদর্শক আব্দুল লতিফ খাঁন বলেন, ‘নওগাঁ সদর থানায় স্ত্রীর করা নারী নির্যাতনের মামলায় ডা. আল রাজী কারাগারে ছিলেন। তবে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও তার স্ত্রী যৌতুকের মামলা করেছিলেন। সেই মামলার শুনানিতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা