X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

ভালো ফলন ও দামে ভুট্টা চাষে ঝুঁকছেন মানিকগঞ্জের কৃষকরা

মানিকগঞ্জ প্রতিনিধি 
১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২০

জেলার সাতটি উপজেলায় চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। সময়মতো বীজ, সার ও অন্যান্য উপকরণ পাওয়ায় এবার ভুট্টার বাম্পার ফলন হবে বলে জানিয়েছেন তারা। ভুট্টা চাষ প্রতিবছর নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ায় কৃষকরা তাদের জমিতে ব্যাপক হারে ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন। কৃষকরা তাদের পণ্যের সর্বোচ্চ উৎপাদন ও ন্যায্যমূল্য পাচ্ছেন।

সূত্র জানায়, জেলার সাতটি উপজেলাতেই দিন দিন জনপ্রিয় হচ্ছে ভুট্টা চাষ। এলাকায় প্রতিবছরই চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাচ্ছে। বিশেষ করে চরাঞ্চলের জমিতে ব্যাপকহারে ভুট্টার চাষ হচ্ছে, যা আগে ছিল অনাবাদি।

কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, ভুট্টা এখন জেলায় সবচেয়ে বেশি আবাদকৃত অর্থকরী ফসল। জেলার সাত উপজেলাতেই এর চাষ হচ্ছে। সহজ চাষ, কম সেচ এবং বাজারে প্রচুর চাহিদা ভুট্টা চাষের জনপ্রিয়তার প্রধান কারণ। ভুট্টার বহুমুখী ব্যবহারও ভুট্টা চাষের অন্যতম কারণ। সারা বছরই বাজারে ভুট্টা বিক্রি হয়। ভুট্টার সবুজ পাতা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। ভুট্টার কাঠি গ্রামাঞ্চলে জ্বালানী হিসেবেও ব্যবহৃত হয়। অপরিপক্ক ভুট্টা গাছ গবাদি পশুর চারণ হিসেবে ব্যবহৃত হয়।

ঘিওর উপজেলার চর বাইলজুরী গ্রামের চাষি মনির উদ্দিন বলেন, এ বছর আমি পাঁচ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। প্রথমবার ভুট্টা তোলার পর দ্বিতীয়বার একই জমিতে ভুট্টা চাষ করবেন বলে জানান মুনির উদ্দিন। মুনির উদ্দিনের মতো অধিকাংশ ভুট্টা চাষি একই জমিতে দুবার ভুট্টা চাষ করেন। আগাম চাষ করা ভুট্টা ইতোমধ্যে পরিপক্ক হয়েছে এবং তা শিগগিরই কাটা শুরু হবে বলে জানান তিনি।

কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আবু মোহাম্মদ এনায়েত উল্লাহ বলেন, এ বছর ভুট্টার আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। জেলায় এক লাখ ৩১ হাজার ৪০ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে ১৫হাজার ৬০০ হেক্টর জমিতে ভুট্টা আবাদ করা হয়েছে। সে লক্ষ্যমাত্রা ইতোমধ্যে অর্জিত হয়েছে ও চাষ অব্যাহত রয়েছে। গত বছর ভুট্টা চাষের লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে গেছে বলে জানান তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে নেতাকর্মীদের ঢল
গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে নেতাকর্মীদের ঢল
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ ৬ ঘণ্টা চলবে মোটরসাইকেল-সিএনজি
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ ৬ ঘণ্টা চলবে মোটরসাইকেল-সিএনজি
গোপালগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানে আ.লীগ নেতা গ্রেফতার
গোপালগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানে আ.লীগ নেতা গ্রেফতার
খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্রের উত্তরণ সহজ করবে: মির্জা ফখরুল
খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্রের উত্তরণ সহজ করবে: মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
বিভিন্ন রাষ্ট্র থেকে মাংস আমদানি চাপ আসছে: প্রাণিসম্পদ উপদেষ্টা
বিভিন্ন রাষ্ট্র থেকে মাংস আমদানি চাপ আসছে: প্রাণিসম্পদ উপদেষ্টা