X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বেঁধে পেটানোর অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
২৯ মার্চ ২০২২, ২২:০৭আপডেট : ২৯ মার্চ ২০২২, ২২:০৭

গাজীপুরের কালিয়াকৈরে ১০ম শ্রেণির ছাত্র আলামিনকে হাত বেঁধে পেটানোর অভিযোগ পাওয়া গেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলকাছ উদ্দিনের বিরুদ্ধে। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

এর আগে স্ত্রীকে পিটিয়ে আলোচনায় আসেন ওই প্রধান শিক্ষক। ওই সময় এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

আহত শিক্ষার্থী আলামিন উপজেলার চাপাইর গ্রামের আরহাম আলীর ছেলে এবং গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। এ ঘটনায় শিক্ষক ও ছাত্রের পক্ষ থেকে থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করা হয়েছে।

শিক্ষার্থীর বাবা আরহাম আলী বলেন, ‌‘গত কয়েকদিন ধরে স্কুলে সিনিয়র-জুনিয়র কেন্দ্র করে কয়েকজন সহপাঠীর সঙ্গে আলামিনের বিরোধ চলে আসছিল। সোমবার (২৮ মার্চ) বিকালে স্কুল ছুটির পর তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। মঙ্গলবার (২৯ মার্চ) সকালে আলামিন স্কুলে গেলে সহপাঠীদের সঙ্গে বিষয়টি নিয়ে আবারও কথা কাটাকাটি হয়। প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন বিষয়টি জেনে দুপুরে আলামিনকে কক্ষে ডেকে দুই হাত পেছন থেকে বেঁধে ফেলেন। পরে পাইপ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করেন।’ 

খবর পেয়ে আলামিনের পরিবারের লোকজন স্কুলে প্রধান শিক্ষকের অফিসে গিয়ে হাতের বাঁধন খুলে উদ্ধার করেন। পরে তারা আলামিনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। এ ঘটনায় প্রধান শিক্ষককে অভিযুক্ত করে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ করেছেন আহত ছাত্রের বাবা আরহাম আলী।

আরহাম আলী বলেন, ‘সহপাঠীরা আলামিনকে মারধর করায় প্রধান শিক্ষকের কাছে বিচার দিই। কিন্তু প্রধান শিক্ষক উল্টো আমার ছেলেকে বেঁধে গরুর মতো পেটালেন।’ 

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে ওই প্রধান শিক্ষক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসানকে প্রকাশ্যে মারধর করেন। এর আগে স্ত্রীকেও মারধর করেন। 

ওসব ঘটনায় থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিলে মীমাংসা করা হয়। তবে গত কয়েকদিন ধরে প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন ওই সহকারী প্রধান শিক্ষককে বিদ্যালয়ে প্রবেশ করতে নিষেধ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন কোনও বক্তব্য দিতে রাজি হননি। তবে তিনি বলেছেন, ‘এ বিষয়ে আমি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।’

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, উভয়ের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাত বলেন, ছাত্রকে পেটানোর ঘটনাটি ন্যক্কারজনক। এ ঘটনায় শিক্ষক ও ছাত্রের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ, পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
টাঙ্গাইল শহরের বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
সর্বশেষ খবর
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী