X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বেঁধে পেটানোর অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
২৯ মার্চ ২০২২, ২২:০৭আপডেট : ২৯ মার্চ ২০২২, ২২:০৭

গাজীপুরের কালিয়াকৈরে ১০ম শ্রেণির ছাত্র আলামিনকে হাত বেঁধে পেটানোর অভিযোগ পাওয়া গেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলকাছ উদ্দিনের বিরুদ্ধে। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

এর আগে স্ত্রীকে পিটিয়ে আলোচনায় আসেন ওই প্রধান শিক্ষক। ওই সময় এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

আহত শিক্ষার্থী আলামিন উপজেলার চাপাইর গ্রামের আরহাম আলীর ছেলে এবং গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। এ ঘটনায় শিক্ষক ও ছাত্রের পক্ষ থেকে থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করা হয়েছে।

শিক্ষার্থীর বাবা আরহাম আলী বলেন, ‌‘গত কয়েকদিন ধরে স্কুলে সিনিয়র-জুনিয়র কেন্দ্র করে কয়েকজন সহপাঠীর সঙ্গে আলামিনের বিরোধ চলে আসছিল। সোমবার (২৮ মার্চ) বিকালে স্কুল ছুটির পর তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। মঙ্গলবার (২৯ মার্চ) সকালে আলামিন স্কুলে গেলে সহপাঠীদের সঙ্গে বিষয়টি নিয়ে আবারও কথা কাটাকাটি হয়। প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন বিষয়টি জেনে দুপুরে আলামিনকে কক্ষে ডেকে দুই হাত পেছন থেকে বেঁধে ফেলেন। পরে পাইপ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করেন।’ 

খবর পেয়ে আলামিনের পরিবারের লোকজন স্কুলে প্রধান শিক্ষকের অফিসে গিয়ে হাতের বাঁধন খুলে উদ্ধার করেন। পরে তারা আলামিনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। এ ঘটনায় প্রধান শিক্ষককে অভিযুক্ত করে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ করেছেন আহত ছাত্রের বাবা আরহাম আলী।

আরহাম আলী বলেন, ‘সহপাঠীরা আলামিনকে মারধর করায় প্রধান শিক্ষকের কাছে বিচার দিই। কিন্তু প্রধান শিক্ষক উল্টো আমার ছেলেকে বেঁধে গরুর মতো পেটালেন।’ 

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে ওই প্রধান শিক্ষক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসানকে প্রকাশ্যে মারধর করেন। এর আগে স্ত্রীকেও মারধর করেন। 

ওসব ঘটনায় থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিলে মীমাংসা করা হয়। তবে গত কয়েকদিন ধরে প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন ওই সহকারী প্রধান শিক্ষককে বিদ্যালয়ে প্রবেশ করতে নিষেধ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন কোনও বক্তব্য দিতে রাজি হননি। তবে তিনি বলেছেন, ‘এ বিষয়ে আমি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।’

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, উভয়ের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাত বলেন, ছাত্রকে পেটানোর ঘটনাটি ন্যক্কারজনক। এ ঘটনায় শিক্ষক ও ছাত্রের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে ছাত্রদল নেতা আটক
মামলার নথি জালিয়াতি, কক্সবাজারের সাবেক ডিসিসহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জ গঠন
ব্যবসার নামে প্রতারণা: শত কোটি টাকা আত্মসাৎকারীর গ্রেফতার ও বিচার দাবি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক