X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সয়াবিন তেল মজুত করায় ১ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি
১৩ মে ২০২২, ১৮:২৮আপডেট : ১৩ মে ২০২২, ১৮:২৮

মানিকগঞ্জে অবৈধভাবে সয়াবিন তেল মজুতের দায়ে কালীপদ অ্যান্ড সন্স নামে এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় শহরের বড়বাজারে ওই প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালিয়ে এক হাজার ৩০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। 

শুক্রবার (১৩ মে) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ অভিযান পরিচালনা করেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কার্যালয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ শহরের বিভিন্ন বাজারের কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে সয়াবিন তেল মজুত করে খোলাবাজারে বেশি দামে বিক্রি করে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফের নির্দেশনায় বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

আসাদুজ্জামান রুমেল বলেন, ‘বাজারে সয়াবিন তেলের বেশ চাহিদা রয়েছে। এরপরও কালীপদ অ্যান্ড সন্স বাজারে তেল বিক্রি না করে অবৈধভাবে মজুত করে বেশি দামে খোলা বাজারে বিক্রি করে আসছিলেন।’

আভিযানিক দলের সদস্যরা জানান, এই গুদামে পাওয়া তেলের বোতলগুলো গত রমজান মাসে মজুত করে রাখা হয়েছিল। সে সময় পাঁচ লিটারের এক বোতল সয়াবিন তেলের মূল্য ছিল ৭৯৫ টাকা। তবে বর্তমানে তেলের দাম বাড়ায় প্রতি পাঁচ লিটার সয়াবিনের মূল্য ৯৯০ টাকা। বোতলে পূর্বের ওই মূল্য তালিকা থাকায় ক্রেতাদের কাছে তা বিক্রি না করে খুলে বিক্রি করা হয়। এতে প্রতি লিটার তেল ২০ টাকা হারে অতিরিক্ত লাভে বিক্রি করা হচ্ছে। এ কারণে প্রতিষ্ঠানটির মালিক নিরঞ্জন বণিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে জেলা ক্যাবের সাধারণ সম্পাদক সামছুন্নবী তুলিপ এবং সদর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

/আরকে/এএম/
সম্পর্কিত
বেশি দামে ফ্যান বিক্রি করায় ৫৫ হাজার টাকা জরিমানা
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
৫৫০ টাকার ভাড়া ৭০০ নেওয়ায় লাল সবুজ পরিবহনকে ২০ হাজার জরিমানা
সর্বশেষ খবর
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননের ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননের ইসরায়েলি হামলায় নিহত ২
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!