X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নরসিংদী রেল স্টেশনে সেদিন কি ঘটেছিল?

নরসিংদী প্রতিনিধি
২০ মে ২০২২, ২৩:১৮আপডেট : ২০ মে ২০২২, ২৩:১৮

নরসিংদী রেল স্টেশনে ঢাকাগামী ট্রেনের অপেক্ষায় থাকা জিন্স ও টপস পরা এক তরুণীকে নাজেহাল ও মারধরের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

বুধবার (১৮ মে) সকালে স্টেশনের প্ল্যাটফর্মে আসলে কি ঘটেছিল?  ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,  ওইদিন অন্যান্য যাত্রীর মতো ওই তরুণী ও তার সঙ্গের দুই তরুণ নরসিংদী রেল স্টেশনের ১নং প্ল্যাটফর্মে অপেক্ষা করছিল। সে সময় একজন নারীযাত্রী ওই তরুণীকে জিন্স ও টপস পরায় কটাক্ষ করে বিরূপ মন্তব্য করতে থাকে। প্রতিবাদ করলে তরুণীর সঙ্গে বাগ-বিতণ্ডায় জড়িয়ে পড়ে ওই নারী। সেখানে উপস্থিত আরও কয়েকজন ওই তরুণীকে আপত্তিকর কাপড় পরার অভিযোগ এনে ভর্ৎসনা করতে থাকে। ঘটনার এক পর্যায়ে নাজেহাল ও মারধরের শিকার হয়ে ওই তরুণী দৌড়ে স্টেশন মাস্টারের কক্ষে আশ্রয় নেয়।

এ বিষয়ে রেল স্টেশনের দায়িত্বে থাকা স্টেশন মাস্টার নাইয়ুম মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, অন্যান্য দিনের মতো সেদিনও তিনি দাফতরিক কাজ করছিলেন। সকাল সাড়ে ৫টার দিকে ১নং প্ল্যাটফর্মে তার কক্ষের একটু দূরে হইচই ও বাক-বিতণ্ডা শুনে রুমের সামনে কলাপ্সিবল গেট খুলে দেখতে পান এক তরুণী চিৎকার করছে। হঠাৎ ওই তরুণী দৌড়ে এসে তার রুমে প্রবেশ করে। পেছন পেছন তরুণীর সঙ্গে থাকা আরও দুই তরুণও দৌড়ে এসে আশ্রয় চাইলে তিনি তাদের রুমে বসিয়ে কলাপসিবল গেট লাগিয়ে দেন। পরে রেলওয়ে পুলিশ-জিআরপিকে ফোন দিলে তাৎক্ষণিকভাবে তারা সেখানে আসে। জিআরপি’র সদস্যরা তাদের ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনে উঠিয়ে দেন।

এ বিষয়ে কোনো অভিযোগ দায়ের কিংবা আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জনতে রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই ইমায়েদুল জাহেদী মুঠোফোনে জানান,  সেদিন ঘটনার খবর পেয়েই ওই তরুণী ও তার সঙ্গীয় অপর দুই তরুণকে স্টেশন মাস্টারের কক্ষ থেকে নিরাপদে চট্টগ্রাম মেইলে উঠিয়ে দেই। খুব অল্প সময়ের মধ্যেই ওই ট্রেনটি চলে আসায় তাদের পরিচয় জানা যায়নি। তবে তারা এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেনি বলে জানান তিনি।

এদিকে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান বলেন,  কে কোন ধরণের পোশাক পড়বে তা তার একান্ত ব্যক্তিগত বিষয়। তবে শালীনতা বাঞ্ছনীয়। শুধু পোশাকের কারণে তাদের মারধর করা একেবারেই নিন্দনীয়। এমন কাজ যেন আর না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি।

আরও পড়ুন:

জিন্স-টপস পরায় রেল স্টেশনে তরুণীকে মারধর

/এএম/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা