X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সেনানিবাসে যাওয়ার পথে সেনাসদস্য নিহত

রাজবাড়ী প্রতিনিধি
০৪ জুন ২০২২, ১৩:৩৮আপডেট : ০৪ জুন ২০২২, ১৪:২৩

রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের সামনে শনিবার (৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে দ্রুতগতির একটি বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক সেনাসদস্য নিহত হয়েছেন। নিহতের নাম মো. সাহেব আলী (২৮)। তিনি মাগুরার মোহাম্মদপুর থানার মোহাম্মদপুর ইউনিয়নের পোরাইল গ্রামের গফফার মোল্লার ছেলে।

তিনি ঢাকার সাভার সেনানিবাসে কর্মরত ছিলেন। তার আইডি নম্বর ২২০৬৫৭৩। তার কাছ থেকে নগদ পাঁচ হাজার ৭৩৫ টাকা, একটি স্মার্ট ফোন, একটি বাটন ফোন, পাঁচটি বিভিন্ন পরিচয়পত্র, ট্রাস্ট ব্যাংকের একটি কার্ড ও একটি রেশন কার্ড পাওয়া গেছে। তিনি মোটরসাইকেল (মাগুরা হ-১২-৪৯২৯) চালিয়ে বাড়ি থেকে কর্মস্থল সাভার সেনানিবাসের দিকে যাচ্ছিলেন। ঢাকা থেকে আসা খুলনাগামী একটি এসি বাস তাকে চাপা দেয়।

নিহতের ভাবি ঢলি আক্তার মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাহেব আলী বাড়ি থেকে সাভারে তার কর্মস্থলে মোটরসাইকেলযোগে যাচ্ছিল। পরে ফোন করে জানানো হয়, দুর্ঘটনায় মারা গেছে। ঘটনা জানার পর পরিবারের সবাই গোয়ালন্দের উদ্দেশে রওনা হয়েছেন। তার একটি কন্যা সন্তান রয়েছে।’

গোয়ালন্দ ফায়ার সার্ভিসের গাড়ি চালক মুরাদ খান বলেন, ‘বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিডমিল ও গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের মাঝামাঝি স্থানে একটা বিকট শব্দ হয়। দ্রুত অফিস কক্ষ থেকে আমরা সবাই বের হয়ে দেখি এক লোক রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে আছে। তার বাঁ পাসহ শরীরের বিভিন্ন অঙ্গ থেঁতলে গেছে। দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে মোটরসাইকেলটি টেনেহিঁচড়ে নিয়ে গেছে বাসটি। এতে তার মাথায় থাকা হেলমেটসহ মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

আহ্লাদিপুর হাইওয়ে থানার এসআই মো. জিল্লুর রহমান বলেন, ‘মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছি। বাসটিকে আটকের জন্য বিভিন্ন পয়েন্টে খবর দেওয়া হয়েছে। এ ছাড়া লাশটি উদ্ধার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!