X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

সেনানিবাসে যাওয়ার পথে সেনাসদস্য নিহত

রাজবাড়ী প্রতিনিধি
০৪ জুন ২০২২, ১৩:৩৮আপডেট : ০৪ জুন ২০২২, ১৪:২৩

রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের সামনে শনিবার (৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে দ্রুতগতির একটি বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক সেনাসদস্য নিহত হয়েছেন। নিহতের নাম মো. সাহেব আলী (২৮)। তিনি মাগুরার মোহাম্মদপুর থানার মোহাম্মদপুর ইউনিয়নের পোরাইল গ্রামের গফফার মোল্লার ছেলে।

তিনি ঢাকার সাভার সেনানিবাসে কর্মরত ছিলেন। তার আইডি নম্বর ২২০৬৫৭৩। তার কাছ থেকে নগদ পাঁচ হাজার ৭৩৫ টাকা, একটি স্মার্ট ফোন, একটি বাটন ফোন, পাঁচটি বিভিন্ন পরিচয়পত্র, ট্রাস্ট ব্যাংকের একটি কার্ড ও একটি রেশন কার্ড পাওয়া গেছে। তিনি মোটরসাইকেল (মাগুরা হ-১২-৪৯২৯) চালিয়ে বাড়ি থেকে কর্মস্থল সাভার সেনানিবাসের দিকে যাচ্ছিলেন। ঢাকা থেকে আসা খুলনাগামী একটি এসি বাস তাকে চাপা দেয়।

নিহতের ভাবি ঢলি আক্তার মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাহেব আলী বাড়ি থেকে সাভারে তার কর্মস্থলে মোটরসাইকেলযোগে যাচ্ছিল। পরে ফোন করে জানানো হয়, দুর্ঘটনায় মারা গেছে। ঘটনা জানার পর পরিবারের সবাই গোয়ালন্দের উদ্দেশে রওনা হয়েছেন। তার একটি কন্যা সন্তান রয়েছে।’

গোয়ালন্দ ফায়ার সার্ভিসের গাড়ি চালক মুরাদ খান বলেন, ‘বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিডমিল ও গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের মাঝামাঝি স্থানে একটা বিকট শব্দ হয়। দ্রুত অফিস কক্ষ থেকে আমরা সবাই বের হয়ে দেখি এক লোক রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে আছে। তার বাঁ পাসহ শরীরের বিভিন্ন অঙ্গ থেঁতলে গেছে। দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে মোটরসাইকেলটি টেনেহিঁচড়ে নিয়ে গেছে বাসটি। এতে তার মাথায় থাকা হেলমেটসহ মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

আহ্লাদিপুর হাইওয়ে থানার এসআই মো. জিল্লুর রহমান বলেন, ‘মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছি। বাসটিকে আটকের জন্য বিভিন্ন পয়েন্টে খবর দেওয়া হয়েছে। এ ছাড়া লাশটি উদ্ধার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
সিএনজি অটোরিকশায় পিকআপের ধাক্কা, দুই ভাইসহ নিহত ৩
আরএফএলের গাড়ির ধাক্কায় বাসের হেলপার নিহত
নোয়াখালীতে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, মা-মেয়ের মৃত্যু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৫)
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
আ.লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকে ইতিবাচক হিসেবে দেখছি: হাসনাত আব্দুল্লাহ
আ.লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকে ইতিবাচক হিসেবে দেখছি: হাসনাত আব্দুল্লাহ
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম