X
রবিবার, ০১ অক্টোবর ২০২৩
১৬ আশ্বিন ১৪৩০

সেনানিবাসে যাওয়ার পথে সেনাসদস্য নিহত

রাজবাড়ী প্রতিনিধি
০৪ জুন ২০২২, ১৩:৩৮আপডেট : ০৪ জুন ২০২২, ১৪:২৩

রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের সামনে শনিবার (৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে দ্রুতগতির একটি বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক সেনাসদস্য নিহত হয়েছেন। নিহতের নাম মো. সাহেব আলী (২৮)। তিনি মাগুরার মোহাম্মদপুর থানার মোহাম্মদপুর ইউনিয়নের পোরাইল গ্রামের গফফার মোল্লার ছেলে।

তিনি ঢাকার সাভার সেনানিবাসে কর্মরত ছিলেন। তার আইডি নম্বর ২২০৬৫৭৩। তার কাছ থেকে নগদ পাঁচ হাজার ৭৩৫ টাকা, একটি স্মার্ট ফোন, একটি বাটন ফোন, পাঁচটি বিভিন্ন পরিচয়পত্র, ট্রাস্ট ব্যাংকের একটি কার্ড ও একটি রেশন কার্ড পাওয়া গেছে। তিনি মোটরসাইকেল (মাগুরা হ-১২-৪৯২৯) চালিয়ে বাড়ি থেকে কর্মস্থল সাভার সেনানিবাসের দিকে যাচ্ছিলেন। ঢাকা থেকে আসা খুলনাগামী একটি এসি বাস তাকে চাপা দেয়।

নিহতের ভাবি ঢলি আক্তার মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাহেব আলী বাড়ি থেকে সাভারে তার কর্মস্থলে মোটরসাইকেলযোগে যাচ্ছিল। পরে ফোন করে জানানো হয়, দুর্ঘটনায় মারা গেছে। ঘটনা জানার পর পরিবারের সবাই গোয়ালন্দের উদ্দেশে রওনা হয়েছেন। তার একটি কন্যা সন্তান রয়েছে।’

গোয়ালন্দ ফায়ার সার্ভিসের গাড়ি চালক মুরাদ খান বলেন, ‘বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিডমিল ও গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের মাঝামাঝি স্থানে একটা বিকট শব্দ হয়। দ্রুত অফিস কক্ষ থেকে আমরা সবাই বের হয়ে দেখি এক লোক রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে আছে। তার বাঁ পাসহ শরীরের বিভিন্ন অঙ্গ থেঁতলে গেছে। দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে মোটরসাইকেলটি টেনেহিঁচড়ে নিয়ে গেছে বাসটি। এতে তার মাথায় থাকা হেলমেটসহ মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

আহ্লাদিপুর হাইওয়ে থানার এসআই মো. জিল্লুর রহমান বলেন, ‘মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছি। বাসটিকে আটকের জন্য বিভিন্ন পয়েন্টে খবর দেওয়া হয়েছে। এ ছাড়া লাশটি উদ্ধার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে সাবেক সেনা কর্মকর্তা ও তার স্ত্রীসহ ৩ জন নিহত
ইজিবাইকের দুই যাত্রী নিহত হওয়ার পর বাসে আগুন দিলো জনতা
সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত, আহত ৭
সর্বশেষ খবর
শেষ মুহূর্তে শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র
শেষ মুহূর্তে শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র
একাকীত্বে ভুগছেন প্রবীণরা, ‘জেনারেশন গ্যাপে’ নতুন সমস্যা
একাকীত্বে ভুগছেন প্রবীণরা, ‘জেনারেশন গ্যাপে’ নতুন সমস্যা
ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতলেন বাংলাদেশের সুরো কৃষ্ণ চাকমা
ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতলেন বাংলাদেশের সুরো কৃষ্ণ চাকমা
পাবনায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৮ জন গুলিবিদ্ধ
পাবনায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৮ জন গুলিবিদ্ধ
সর্বাধিক পঠিত
সজীব ওয়াজেদকে নিয়ে ‘ভাইরাল সংবাদ’টি মিথ্যা-বানোয়াট: এ আরাফাত
সজীব ওয়াজেদকে নিয়ে ‘ভাইরাল সংবাদ’টি মিথ্যা-বানোয়াট: এ আরাফাত
কবে থেকে বৃষ্টি হতে পারে, জানিয়েছে আবহাওয়া অধিদফতর
কবে থেকে বৃষ্টি হতে পারে, জানিয়েছে আবহাওয়া অধিদফতর
একই সময়ে একই হাসপাতালে মারা গেলেন প্রবীণ দুই এমপি
একই সময়ে একই হাসপাতালে মারা গেলেন প্রবীণ দুই এমপি
প্রধানমন্ত্রীর জন্মদিনে দায়সারা কেক, ফেসবুকে সমালোচিত ডিসি
প্রধানমন্ত্রীর জন্মদিনে দায়সারা কেক, ফেসবুকে সমালোচিত ডিসি
ভিসা নিষেধাজ্ঞার কোনও যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী
ভিসা নিষেধাজ্ঞার কোনও যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী