X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

প্রধান শিক্ষকের মারধরে ৫ দিন ধরে হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী

গাজীপুর প্রতিনিধি
১৯ জুন ২০২২, ০৯:৫১আপডেট : ১৯ জুন ২০২২, ১০:২৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। ওই শিক্ষার্থী গত পাঁচ দিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

বুধবার (১৫ জুন) উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের জাথালিয়া মজিদচালা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমানের বিরুদ্ধে বৃহস্পতিবার (১৬ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং কালিয়াকৈর থানায় পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগীর বাবা অভিযোগ করে বলেন, ‘এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বিদায় অনুষ্ঠানের কথা বলে ১০৫ জন শিক্ষার্থীর কাছ থেকে ৬০০ টাকা করে আদায় করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (১৫ জুন) সকালে পরিক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে দেখেন, তাদের বিদায়ে মিলাদের জন্য ছয় কেজি জিলাপি নিয়ে আসা হয়েছে। এ সময় আমার মেয়েসহ তার কয়েকজন সহপাঠী বলে, আমাদের কাছ থেকে উঠানো প্রায় ৬০ হাজার টাকা কোন খাতে খরচ করা হয়েছে? তাদের এ কথা শুনে প্রধান শিক্ষক মোখলেছুর রহমান ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তিনি ডেকে নিয়ে অন্যান্য শিক্ষার্থীদের সামনে আমার মেয়ের চুলের মুঠি ধরে মাথায় এলাপাতাড়ি চড়-থাপ্পড় মারেন। তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এখনও সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, প্রধান শিক্ষক যখন তার মাথায় চড়-থাপ্পড় দেন, তখন অন্যান্য শিক্ষক দাঁড়িয়ে দেখে হাসাহাসি করতে থাকেন। তার মাথায় অনেক ব্যাথা। প্রতিদিন তাকে ৩-৪টি ইনজেকশন দেওয়া হচ্ছে। 

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (টিএইচও) ডা. মো. আল বেলাল জানান, ওই ছাত্রী নারী ওয়ার্ডের ৫ নম্বর শয্যায় চিকিৎসাধীন আছে। তাকে হাসপাতালের পক্ষ থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে মোখলেছুর রহমান বলেন, ‘ওই ছাত্রী ও তার কয়েকজন সহপাঠী সাউন্ড বক্স নিয়ে টি-শার্ট পরে বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানের মিলাদ মাহফিলে আসে। এ সময় তাদেরকে বাসায় যেতে বলা হয়। অন্য শিক্ষার্থীরা চলে গেলেও ওই ছাত্রীরা থেকে যায়। আবারও যেতে বললেও উল্টো আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে এক ছাত্রীকে একটা থাপ্পড় দিই।’

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে অভিযোগ এখনও হাতে পাইনি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। কয়েকজন শিক্ষকও আমার কাছে ফোন দিয়েছিলেন। শুনেছি স্কুলের একটি অনুষ্ঠানে কয়েকজন শিক্ষার্থী টি-শার্ট পরে এসেছিল। পরে প্রধান শিক্ষক একজনকে একটি থাপ্পড় দিয়েছেন।’

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, ‌‘লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
টাকার বিনিময়ে অন্যের হয়ে এসএসসি পরীক্ষা দিতে আসা দুই জন আটক
ইসলামপুরে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে ৮ শিক্ষক বহিষ্কার
গাইবান্ধায় মা-বাবাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘণ্টা পর উদ্ধার
সর্বশেষ খবর
এফডিসি-পলাশী সংযোগ সড়ক বাতিলের দাবিতে ১৫৭ বিশিষ্টজনের বিবৃতি
এফডিসি-পলাশী সংযোগ সড়ক বাতিলের দাবিতে ১৫৭ বিশিষ্টজনের বিবৃতি
রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৬৪৭ জন
বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৬৪৭ জন
বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার আগে নতুন কোচ পেলো পাকিস্তান 
বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার আগে নতুন কোচ পেলো পাকিস্তান 
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়