X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্রধান শিক্ষকের মারধরে ৫ দিন ধরে হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী

গাজীপুর প্রতিনিধি
১৯ জুন ২০২২, ০৯:৫১আপডেট : ১৯ জুন ২০২২, ১০:২৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। ওই শিক্ষার্থী গত পাঁচ দিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

বুধবার (১৫ জুন) উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের জাথালিয়া মজিদচালা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমানের বিরুদ্ধে বৃহস্পতিবার (১৬ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং কালিয়াকৈর থানায় পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগীর বাবা অভিযোগ করে বলেন, ‘এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বিদায় অনুষ্ঠানের কথা বলে ১০৫ জন শিক্ষার্থীর কাছ থেকে ৬০০ টাকা করে আদায় করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (১৫ জুন) সকালে পরিক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে দেখেন, তাদের বিদায়ে মিলাদের জন্য ছয় কেজি জিলাপি নিয়ে আসা হয়েছে। এ সময় আমার মেয়েসহ তার কয়েকজন সহপাঠী বলে, আমাদের কাছ থেকে উঠানো প্রায় ৬০ হাজার টাকা কোন খাতে খরচ করা হয়েছে? তাদের এ কথা শুনে প্রধান শিক্ষক মোখলেছুর রহমান ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তিনি ডেকে নিয়ে অন্যান্য শিক্ষার্থীদের সামনে আমার মেয়ের চুলের মুঠি ধরে মাথায় এলাপাতাড়ি চড়-থাপ্পড় মারেন। তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এখনও সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, প্রধান শিক্ষক যখন তার মাথায় চড়-থাপ্পড় দেন, তখন অন্যান্য শিক্ষক দাঁড়িয়ে দেখে হাসাহাসি করতে থাকেন। তার মাথায় অনেক ব্যাথা। প্রতিদিন তাকে ৩-৪টি ইনজেকশন দেওয়া হচ্ছে। 

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (টিএইচও) ডা. মো. আল বেলাল জানান, ওই ছাত্রী নারী ওয়ার্ডের ৫ নম্বর শয্যায় চিকিৎসাধীন আছে। তাকে হাসপাতালের পক্ষ থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে মোখলেছুর রহমান বলেন, ‘ওই ছাত্রী ও তার কয়েকজন সহপাঠী সাউন্ড বক্স নিয়ে টি-শার্ট পরে বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানের মিলাদ মাহফিলে আসে। এ সময় তাদেরকে বাসায় যেতে বলা হয়। অন্য শিক্ষার্থীরা চলে গেলেও ওই ছাত্রীরা থেকে যায়। আবারও যেতে বললেও উল্টো আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে এক ছাত্রীকে একটা থাপ্পড় দিই।’

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে অভিযোগ এখনও হাতে পাইনি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। কয়েকজন শিক্ষকও আমার কাছে ফোন দিয়েছিলেন। শুনেছি স্কুলের একটি অনুষ্ঠানে কয়েকজন শিক্ষার্থী টি-শার্ট পরে এসেছিল। পরে প্রধান শিক্ষক একজনকে একটি থাপ্পড় দিয়েছেন।’

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, ‌‘লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহ, হাতেনাতে ধরে ২ বছরের কারাদণ্ড
এসএসসি পরীক্ষা রেখে ‘প্রেমিকের হাত ধরে পালালো’ কিশোরী
পরীক্ষাকক্ষে প্রশ্নপত্রের ছবি তোলায় শিক্ষক গ্রেফতার
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’