X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

‘১৫ ঘণ্টা অপেক্ষার পরও ফেরিতে উঠতে পারিনি’

রাজবাড়ী প্রতিনিধি
২৪ জুন ২০২২, ১৪:৪৯আপডেট : ২৪ জুন ২০২২, ১৪:৫৬

কুষ্টিয়া থেকে বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে রওনা দেন ট্রাকচালক সোহাগ মিয়া। রাত ৯টায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ওয়েট স্কেলে এসে আটকে পড়েন। শুক্রবার (২৪ জুন) দুপুর ১২টায় দৌলতদিয়া ৪ নম্বর ঘাটে দাঁড়িয়ে সোহাগ বলেন, ‌‘১৫ ঘণ্টা অপেক্ষার পরও ফেরিতে উঠতে পারিনি। গাড়িতে ১৯টি গরু রয়েছে। ভয় হচ্ছে, যে রোদ ও গরম পড়ছে তাতে কোনও গরু অসুস্থ হয়ে না পড়ে। যদি দ্রুত ফেরি পার হতে পারতাম তাহলে দুশ্চিন্তা দূর হতো।’

তিনি আরও বলেন, ‘ট্রাক থেকে একটু নামতেও পারিনি। একটু একটু করে ট্রাক টানতে হয়। খোলা জায়গায় সিরিয়ালে থেকে ঠিকমতো খেতেও পারি না। রাতে একটু ঘুমাতেও পারিনি। আশপাশে কোনও পাবলিক টয়লেটের ব্যবস্থাও নেই। দৌলতদিয়া ঘাট দিয়ে যখনই পার হয়েছি যন্ত্রণা ছাড়া কখনও ফেরিতে উঠতে পারিনি।’

ট্রাকে থাকা গরু ব্যবসায়ী সিদ্দিক কাজী বলেন, ‘সারারাত গরুর ট্রাকের ওপরেই বসেছিলাম। হাতপাখা দিয়ে গরুগুলোকে বাতাস করেছি। ১২ ঘণ্টা পার হলো, তবুও ফেরিতে উঠতে পারলাম না। ফেরি পার হয়ে চট্টগ্রাম যেতে হবে। গরমে গরুগুলো নিয়ে অনেক দুশ্চিন্তায় পড়েছি। কখন পার হতে পারবো কে জানে!’

ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় পর্যন্ত পাঁচ কিলোমিটার যানবাহনের সারি

সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, পদ্মায় তীব্র স্রোতের কারণে সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। প্রতিদিন বিকাল হলেই কাঁচামালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের চাপ বাড়াতে থাকায় অপচনশীল ট্রাকের সারি তৈরি হয়। আজ ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় অপচনশীল পণ্যবাহী ট্রাকের সারি রয়েছে। এর মধ্যে দুেই কিলোমিটার যাত্রীবাহী বাসের সারি। এদিকে ঘাটের ওপর চাপ কমাতে ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে অপচনশীল পণ্যবাহী ট্রাকের তিন কিলোমিটার সারি রয়েছে।

যশোর থেকে হানিফ পরিবহনের বাসে ঘাটে আসেন শরিফ মাহমুদ। দীর্ঘক্ষণ অপেক্ষার পর বাধ্য হয়ে নেমে ব্যাগ নিয়ে হেঁটে লঞ্চঘাটে যাচ্ছিলেন। তিনি বলেন, ‘আর কতক্ষণ বাসে বসে থাকবো? বিরক্ত হয়ে নেমে হেঁটে লঞ্চঘাটে যাচ্ছি। কাল পদ্মা সেতু চালু হচ্ছে। আশা করছি ঘাটে আর এরপর থেকে জ্যাম থাকবে না।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, পদ্মা নদীতে প্রতিদিনই পানি বাড়ছে। তীব্র স্রোতে ফেরিগুলো ধীরগতিতে চলছে। প্রতিটি ফেরি লোড করাসহ নদী পার হতে এক ঘণ্টার বেশি সময়ে লাগছে। এতে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে, যার ফলে ঘাটে নদী পারের অপেক্ষায় কয়েকশ’ যানবাহন আটকে আছে। তবে আমরা পচনশীল ট্রাক ও যাত্রীবাহী বাস আগে পার করছি। বর্তমানে এই নৌপথে ছোট-বড় ১৯টি ফেরি যানবাহন ও যাত্রী পারাপারে চলাচল করছে।

/এসএইচ/
সম্পর্কিত
দৌলতদিয়া ঘাটে মানুষ ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি 
দায়িত্বে গাফিলতির কারণে ডুবে গিয়েছিল রজনীগন্ধা ফেরি, ১১ জন বরখাস্ত
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চাপ বাড়লেও নেই ভোগান্তি
সর্বশেষ খবর
ইউক্রেনের খারকিভে হামলা শুরু করেছে রাশিয়া
ইউক্রেনের খারকিভে হামলা শুরু করেছে রাশিয়া
পাঁচ ‘বুবলী’ নিয়ে থানায় অপু!
পাঁচ ‘বুবলী’ নিয়ে থানায় অপু!
সাবিনা গোল করলেও জিততে কষ্ট হলো নাসরিনের
সাবিনা গোল করলেও জিততে কষ্ট হলো নাসরিনের
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সর্বাধিক পঠিত
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
সাতক্ষীরায় আম পাড়া শুরু, ২৫০ কোটি টাকা বিক্রির আশা
সাতক্ষীরায় আম পাড়া শুরু, ২৫০ কোটি টাকা বিক্রির আশা
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র