X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

স্কুলে শিক্ষার্থীকে হত্যা, শিক্ষক রিমান্ডে

টাঙ্গাইল প্রতিনিধি
২৮ জুন ২০২২, ২০:২৩আপডেট : ২৮ জুন ২০২২, ২০:২৩

টাঙ্গাইলের সৃষ্টি স্কুলের আবাসিক ভবনে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শিহাব মিয়াকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার শিক্ষক আবুবক্করের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (২৮ জুন) বিকালে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল হক এ রিমান্ড মঞ্জুর করেন। একই দিন বিকালে সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে হাজির করা হয়। আদালত পরিদর্শক তানভীর আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে সোমবার (২৭ জুন) রাতে শিহাব মিয়ার মা আছমা আক্তার বাদী হয়ে স্কুলের আবাসিক শিক্ষক আবুবক্করকে প্রধান আসামি করে ছয় শিক্ষকের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।

আবুবক্কর শহরের সুপারিবাগান এলাকার সৃষ্টি একাডেমিক স্কুলের আবাসিক শিক্ষক। এ মামলায় আবুবক্কর ছাড়াও শিক্ষক বিপ্লব, আশরাফ, মাসুদ, মতিন ও বিজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও আট থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন: স্কুলে শিক্ষার্থীর মৃত্যু, ৬ শিক্ষকের বিরুদ্ধে মামলা

আদালত পরিদর্শক তানভীর আহমেদ বলেন, ‘মঙ্গলবার বিকালে গ্রেফতারকৃত আবুবক্করকে আদালতে তোলা হয়। হত্যার রহস্য উদঘাটনের জন্য পুলিশ তার সাত দিনের রিমান্ড চায়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

প্রসঙ্গত, গত ২০ জুন শহরের সুপারিবাগান এলাকায় সৃষ্টি একাডেমিক স্কুলের আবাসিক ভবনের সাত তলা থেকে শিহাব মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। মৃত শিহাব মিয়া (১১) জেলার সখিপুর উপজেলার বেরবাড়ি গ্রামের প্রবাসী ইলিয়াস হোসেনের ছেলে। শুরু থেকেই শিশুটিকে হত্যার অভিযোগ তুলে আসছিল তার পরিবার। পরে মরদেহ ময়নাতদন্ত শেষে পারিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক পর্যায়ে টাঙ্গাইল সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছিল। 

আরও পড়ুন: স্কুলে শিক্ষার্থীকে হত্যা, জড়িতদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

গত রবিবার (২৬ জুন) ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এরপর সোমবার (২৭ জুন) রাতে মৃত শিহাবের মা বাদী হয়ে স্কুলটির ছয় শিক্ষকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

আরও পড়ুন: বিদ্যালয়ের আবাসিক ভবনে ছাত্রের লাশ: ২ শিক্ষক আটক

/এএম/
সম্পর্কিত
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক