X
বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২
৩ ভাদ্র ১৪২৯

বিদ্যালয়ের আবাসিক ভবনে ছাত্রের লাশ: ২ শিক্ষক আটক

টাঙ্গাইল প্রতিনিধি
২৭ জুন ২০২২, ১১:২৭আপডেট : ২৭ জুন ২০২২, ১১:৩৭

টাঙ্গাইল শহরে বিদ্যালয়ের আবাসিক ভবনে শিহাব মিয়া (১১) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধারের ঘটনায় দুই শিক্ষককে আটক করা হয়েছে। রবিবার (২৬ জুন) বিকালে তাদের আটক করে পুলিশ।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুই শিক্ষককে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

এদিকে র‍্যাব ১২-এর স্কোয়াড কমান্ডার এরশাদুর রহমান বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সাত শিক্ষককে কার্যালয়ে আনা হয়েছিল। তাদের কাছ থেকে তেমন কোনও গুরুত্বপূর্ণ তথ্য না পাওয়ায় রাতেই ছেড়ে দেওয়া হয়েছে।’

আরও পড়ুন: স্কুলের ভেতরে শিশু শিক্ষার্থীকে হত্যা করলো কে?

গত ২০ জুন টাঙ্গাইল শহরের সৃষ্টি স্কুলের আবাসিক ভবন থেকে শিহাবের লাশ উদ্ধার করা হয়। সে সখিপুর উপজেলার বেরবাড়ি গ্রামের প্রবাসী ইলিয়াস হোসেনের ছেলে। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শিহাব আত্মহত্যা করেছে। তবে পরিবারের দাবি, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। রবিবার (২৬ জুন) ময়নাতদন্তের প্রতিবেদনেও বলা হয়েছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। 

জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, ‘টাঙ্গাইল জেনারেল হাসপাতালে শিশুটির ময়নাতদন্ত করা হয়। রবিবার ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেয়েছি।’

শিহাবের বাবা ইলিয়াস হোসেন বলেন, ‘সৃষ্টি স্কুল মানুষ মারার কারখানা খুলেছে। আমার ছেলেকেও তারা হত্যা করেছে। তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তারা সেটা পারেনি। ময়নাতদন্তের প্রতিবেদনেও হত্যার বিষয়টি এসেছে। আমার ছেলে হত্যার বিচার চাই।’

আরও পড়ুন—

স্কুলের আবাসিকে ছাত্রের মরদেহ, পরিবারের দাবি হত্যা

ময়নাতদন্তে জানা গেলো স্কুলেই শিশুটিকে শ্বাসরোধে হত্যা

/এসএইচ/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
কাবুলে নামাজের সময় মসজিদে হামলা, ইমামসহ একাধিক নিহত
কাবুলে নামাজের সময় মসজিদে হামলা, ইমামসহ একাধিক নিহত
মামলাজট কমাতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের আহ্বান রাষ্ট্রপতির
মামলাজট কমাতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের আহ্বান রাষ্ট্রপতির
চাকরির জন্য আসা যুবকের লাশ মিললো হোটেলে
চাকরির জন্য আসা যুবকের লাশ মিললো হোটেলে
ঢামেকে কারাবন্দী এক যুদ্ধাপরাধীর মৃত্যু
ঢামেকে কারাবন্দী এক যুদ্ধাপরাধীর মৃত্যু
এ বিভাগের সর্বশেষ
স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক
স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক
অসংলগ্ন কথা বলছেন মামুন: পুলিশ
অসংলগ্ন কথা বলছেন মামুন: পুলিশ
নৈশপ্রহরীকে হত্যা করে দোকানে ডাকাতি
নৈশপ্রহরীকে হত্যা করে দোকানে ডাকাতি
উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করায় প্রতিবেশীকে হত্যা, গ্রেফতার ৩
উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করায় প্রতিবেশীকে হত্যা, গ্রেফতার ৩
যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড