X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

অপহরণের ১৯ দিন পর আ.লীগ নেতার বাড়ি থেকে ব্যবসায়ী উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
০৭ আগস্ট ২০২২, ১৮:১৯আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৮:১৯

অপহরণের ১৯ দিন পর ফরিদপুরের আলফাডাঙ্গার এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ব্যবসায়ী হেলাল খানকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি পিস্তল, ৯ রাউন্ড গুলি, একটি মাইক্রোবাসসহ অপহরণকারী চার ব্যক্তিকে আটক করা হয়। রবিবার (৭ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আলফাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান।

পুলিশ আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান মিয়া জিল্লু (৪৫), বোয়ালমারী উপজেলার ছুলনা গ্রামের পংকজ রায় (৪৩), চরনারানদিয়া গ্রামের রাকিব শেখ (৩২) ও আড়পাড়া গ্রামের মো. নিশানকে (২৪) আটক করেছে। জিল্লু গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। 

জানা যায়, গত ১৮ জুলাই রাতে জেলার আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে অপহরণ হন হেলাল খান। তিনি উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রামের মৃত. আলিম খানের ছেলে। শিরগ্রামে তার একটি সুতার মিল রয়েছে। 

অপহরণের শিকার হেলাল খান বলেন, গত ১৮ জুলাই রাতে আমাকে বানা ইউনিয়নের আড়পাড়া গ্রামের আশরাফুজ্জামান মিয়া জিল্লু ফোন দিয়ে ডেকে নেন। বুড়াইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছামাত্র আমাকে একটি মাইক্রোবাসে ওঠানো হয়। জিল্লু আমাকে বলে চল ঘুরে আসি। তবে গাড়িতে ওঠার পরেই আমার হাত-পা বেঁধে ফেলা হয়। বিভিন্ন স্থান ঘুরে আমাকে নিয়ে রাখা হয় একটি ঘরে। আমি জানালা খুলে ওই এলাকার দোকানের সাইনবোর্ড দেখতে পাই খুলনার ঠিাকানা। তখন বুঝতে পারি আমি খুলনায় রয়েছি। পরদিন আমাকে জিল্লু তার বাড়ি আড়পাড়া গ্রামে নিয়ে আসে। সেখানে তার বাড়িতে আমাকে আটকে রাখা হয় এবং আমার ওপর নির্যাতন চালানো হয়।

তিনি বলেন, নির্যাতনের পাশাপাশি আমার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে জিল্লুসহ তার সহযোগীরা। আমার কাছ থেকে মোবাইলফোন নিয়ে নেয়। বাড়ি থেকে কেউ ফোন দিলে আমার হাতে ফোন দিয়ে লাউড স্পিকারে কথা বলতে হতো। ওরা শিখিয়ে দিতো যে আমি ব্যবসার কাজে বাইরে আছি। এ কারণে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেনি। এরই মাঝে তারা তিনটি সাদা স্ট্যাম্পে আমার স্বাক্ষর নিয়েছে। এছাড়া কয়েকটি চেকের পাতাতেও স্বাক্ষর করিয়ে নেয় জিল্লুসহ তার লোকজন। 

ব্যবসায়ী হেলাল খান ওই ব্যবসায়ী আরও বলেন, অস্ত্রের মুখে জিম্মি করে আমার মিলের একটি মেশিনও বিক্রি করে দিয়েছে জিল্লু ও তার সহযোগীরা। প্রায় ১২ লাখ টাকায় মেশিন বিক্রি করে তারা নিজেদের অ্যাকাউন্টে টাকা নিয়ে নেয়। 

আলফাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় অপহৃত ব্যবসায়ী হেলাল খানকে আড়পাড়া গ্রামের আশরাফুজ্জামান মিয়া জিল্লুর বাড়ি থেকে উদ্ধার করা হয়। পরে জিল্লু ও তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।  

তিনি আরও জানান, অভিযানকালে একটি পিস্তল, ৯ রাউন্ড গুলি, একটি নোয়া মাইক্রোবাস, দুটি মোবাইলফোন ও সোনালী ব্যাংকে টাকা জমার একটি রশিদ জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।  

/টিটি/
সম্পর্কিত
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
থামছে না অপহরণ, মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন আরও ১০ জন
গরু চরাতে গিয়ে অপহরণের শিকার আরও ৬ জন
সর্বশেষ খবর
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে