X
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
১১ আশ্বিন ১৪৩০

এক্সপ্রেসওয়েতে যাত্রী তোলার সময় ৩ বাসের সংঘর্ষ, দুজন নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৪ আগস্ট ২০২২, ১৮:৫১আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৮:৫১

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে যাত্রী তোলার সময় তিন বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।

রবিবার (১৪ আগস্ট) বিকাল ৩টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের ওমপাড়া এলাকায় এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজন পুরুষ (২১) ও আরেকজন শিশু (৬)। তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। তারা ঢাকাগামী যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৩টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের ওমপাড়া এলাকা থেকে যাত্রী তুলছিল ঢাকাগামী মোল্লা পরিবহনের একটি বাস। ওই বাসের পেছনে ছিল সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। সামনের বাস যাত্রী তোলায় দাঁড়িয়ে ছিল সাকুরা। এ সময় সাকুরা পরিবহনকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় ঢাকাগামী শরীয়তপুর সুপার সার্ভিস নামে আরেকটি বাস। তখন সাকুরা পরিবহন সামনে থাকা মোল্লা পরিবহনকে ধাক্কা দিলে বাসে উঠা দুই যাত্রী নিহত হন। 

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন বলেন, ‘ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এক্সপ্রেসওয়েতে বাসে যাত্রী তোলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।’

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জুবায়ের আহসান খান বলেন, ‘১০ জনকে আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর।’

মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) বজলুল রহমান বলেন, ‘বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে যাত্রী তোলার সময় পেছনের বাস সামনের বাসকে ধাক্কা দেয়। এ সময় সামনের বাস তার সামনের টিকে ধাক্কা দেয়। এতে বাসে উঠার সময় দুই যাত্রী নিহত হন। তবে মাঝখানে থাকা সাকুরা পরিবহনের সামনের অংশ দুমড়েমুচড়ে ১০ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের মরদেহ হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে।’

/এএম/
সম্পর্কিত
নৌকা ডুবে ৭২ জনের মৃত্যু, এক বছরেও আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন
ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে ছাত্রলীগ নেতা নিহত
নওগাঁয় বজ্রাঘাতে দুই নারীসহ ৩ জনের মৃত্যু
সর্বশেষ খবর
কোথায় আছেন পুতিনের রাজনৈতিক প্রতিপক্ষ নাভালনি
কোথায় আছেন পুতিনের রাজনৈতিক প্রতিপক্ষ নাভালনি
পরীক্ষা দিতে আসা ছাত্রদল কর্মীকে মারধরের অভিযোগ  
পরীক্ষা দিতে আসা ছাত্রদল কর্মীকে মারধরের অভিযোগ  
থিংক আউট সাইড অব দ্য বক্স’র ৭ম সিজন অনুষ্ঠিত
থিংক আউট সাইড অব দ্য বক্স’র ৭ম সিজন অনুষ্ঠিত
রাজধানীর জুরাইনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত
রাজধানীর জুরাইনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত
সর্বাধিক পঠিত
বিশ্বকাপের দল ঘোষণা পেছালো বিসিবি
বিশ্বকাপের দল ঘোষণা পেছালো বিসিবি
তুলে নেওয়ার ৩৩ ঘণ্টা পর বনানী থানায় সেই প্রকৌশলী 
তুলে নেওয়ার ৩৩ ঘণ্টা পর বনানী থানায় সেই প্রকৌশলী 
অজ্ঞাত লাশ নিজের মেয়ের বলে দাফন, ৪ দিন পর জীবিত উদ্ধার
অজ্ঞাত লাশ নিজের মেয়ের বলে দাফন, ৪ দিন পর জীবিত উদ্ধার
বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা যেন সোনার হরিণ
বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা যেন সোনার হরিণ
ইলিশ কি শুধু ভারতেই যায়?
ইলিশ কি শুধু ভারতেই যায়?