X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইল কারাগারে হাজতির মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
১৬ আগস্ট ২০২২, ১৬:৪৪আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১৬:৪৪

টাঙ্গাইল জেলা কারাগারে ওয়াসিম মল্লিক নামে (৩৫) এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বিকালে জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওয়াসিম মল্লিক নাগপুর উপজেলার খাসপাইকাল গ্রামের সেকান্দার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিল রোগে ভুগছিলেন।

জানা গেছে, ২০২১ সালের ২৩ জুলাই সৎ ভাইয়ের করা মারামারির মামলায় অসুস্থ অবস্থায় কারাগারে আসেন ওয়াসিম মল্লিক। তাকে কারা হাসাপাতাল, টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় চিকিৎসা করানো হয়েছে। এর আগে ১৭ জুলাই লিভারের অসুখে অসুস্থ হয়ে পড়লে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের মাধ্যমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর ১০ আগস্ট চিকিৎসা শেষে টাঙ্গাইল কারাগারে ফিরিয়ে আনা হয়।

জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, কারাবন্দি ওয়াসিম কারাগারে আসার পর থেকেই অসুস্থ ছিলেন। মঙ্গলবার ফজরের নামাজের পর অসুস্থ হয়ে পড়লে তাকে ওয়ার্ড থেকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অচেতন হয়ে পড়ায় কারা সার্জনের পরামর্শে তাকে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পরে তাকে মৃত ঘোষণা করেন।

জেলা প্রশাসনের পক্ষে জেনারেল হাসপাতালে মৃত্যুর তদন্ত করতে আসা নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ ভৌমিক জানান, ওয়াসিমের শরীরে কোনও ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। দেখে মনে হচ্ছে শারীরিক অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ