X
বুধবার, ২৫ জুন ২০২৫
১০ আষাঢ় ১৪৩২

‘গর্ব করে বলেছি আড়াইহাজারে ছাত্রলীগের কেউ সিগারেট হাতে নেয় না’

আরিফ হোসাইন কনক, নারায়ণগঞ্জ
০৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৪আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ২৩:৫৬

‘নিজ এলাকায় ছাত্রলীগের কেউ সিগারেট হাতে নিয়েছে দেখাতে পারলে পদত্যাগ করবো’ এমন চ্যালেঞ্জ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। তার এই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযাগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। বিষয়টি তারও নজরে এসেছে বলে জানিয়েছেন এই সংসদ সদস্য। নজরুল ইসলাম আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলা ট্রিবিউনকে নজরুল ইসলাম বাবু বলেছেন, ‘আমার এই বক্তব্য ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি একটি মেসেজ। এর মাধ্যমে ছাত্রলীগ নেতাকর্মীদের একটা পরিষ্কার মেসেজ দিতে চেয়েছি। গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে জন্ম হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের। অন্য কোনও ছাত্র সংগঠনের মতো না। ছাত্রলীগ যারা করবে তাদের এমন হতে হবে, প্রকাশ্যে কারও সামনে ধূমপান করা যাবে না, নেশা তো দূরের কথা। কোনও নেশা, কোনও বদনাম, কোনও খারাপ কিছুর সঙ্গে সম্পৃক্ত হতে পারবে না ছাত্রলীগের নেতাকর্মীরা। আমার এই বক্তব্য নিয়ে যারা ট্রল করে তারা নিজেরাই একটা ট্রল।’

তিনি আরও বলেন, ‘আমি ছাত্রলীগকে বলেছি, তোমাদের এরকম হতে হবে যে, কোনোভাবে খারাপ কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে না, কোনও বদনাম কাঁধে নেওয়া যাবে না। যদি তোমরা এরকম কিছু করো তাহলে আমি পদত্যাগ করবো। আমার ছেলেদের প্রতি বিশ্বাস আছে, তারা এমন কাজে জড়াবে না। একটা উপজেলা ছাত্রলীগের সম্মেলনে ২০ থেকে ২২ হাজার ছেলে উপস্থিত হয়েছে। অথচ কেউ একটা টু-শব্দও করেনি, বিশৃঙ্খলা তো দূরের কথা। উপজেলা ছাত্রলীগের ১১ জন পদপ্রার্থী মিছিল নিয়ে এসেছে, কারও সঙ্গে কোনও ঝামেলা হয়নি। তারা কেমন ছাত্রলীগ আর এটা কেমন উপজেলা সবাইকে বুঝতে হবে। এটাই আমার ছাত্রলীগ।’

উপজেলা ছাত্রলীগ ও সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলনে সংসদ সদস্য নজরুল ইসলাম

নজরুল ইসলাম বাবু বলেন, ‘এখানে ছাত্রলীগের কেউ সিগারেট হাতে নিয়েছে দেখাতে পারলে পদত্যাগ করবো—এটা গর্ব করে বলেছি। এটা শুধু আমার আড়াইহাজার উপজেলা ছাত্রলীগকে নিয়ে বলেছি। আবারও বলছি, প্রকাশ্যে কেউ যদি দেখাতে পারে আড়াইহাজারের ছাত্রলীগের কোনও নেতাকর্মী ধূমপান করে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। আমার এখানে যারা ছাত্রলীগের সঙ্গে জড়িত তারা মদ্যপ বা নেশা তো দূরের কথা ধূমপান পর্যন্ত করে না।’ 

আরও পড়ুন: ‘এখানে ছাত্রলীগের কেউ সিগারেট হাতে নিয়েছে দেখাতে পারলে পদত্যাগ করবো’

ছাত্রলীগের নেতাদের রাজনীতিতে কোনও বদনাম নেই প্রসঙ্গে নজরুল ইসলাম বাবু বলেন, ‘ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে কোনও বদনাম নেই। কোনও একটা জায়গায় একটা ঘটনা ঘটলো, পরে পত্রপত্রিকায় খবর এলো ছাত্রলীগ। ওই ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব যার যার এলাকার সিনিয়র নেতাদের। যেখানে যিনি নেতৃত্ব দেন সেখানকার ছাত্রলীগের নেতাকর্মীদের দেখভাল করার দায়িত্ব তার। আর ছাত্রলীগের যারা বদনাম করতে চায় তাদের প্রতিহত করার দায়িত্ব দলের নেতাকর্মীদের।’ 

প্রসঙ্গত, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে আড়াইহাজারের শহীদ মঞ্জুর স্টেডিয়ামে উপজেলা ছাত্রলীগ ও সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেছেন, ‘আড়াইহাজারের মুরব্বিরা এখানে আছেন, আমার এখানে ছাত্রলীগের কোনও ছেলে কখনও সিগারেট খেয়েছে বা হাতে নিয়েছে, এমন ইতিহাস কেউ দেখাতে পারলে আমি পদত্যাগ করবো এবং রাজনীতি থেকে বিদায় নেবো। আড়াইহাজারে ছাত্রলীগের কোনও ছেলে কখনও সিগারেট হাতে নেয়নি। ছাত্রলীগের ইতিহাস মধুর, কোনও বদনাম নেই।’

/এএম/
সম্পর্কিত
বিস্ফোরক ও দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধ ছাত্রলীগের চার কর্মী গ্রেফতার 
ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে দেওয়ার সময় ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ
ছাত্রদলের কমিটিতে ‘ছাত্রলীগ-ছাত্রশিবির’, তারেক রহমানকে স্মারকলিপি
সর্বশেষ খবর
সচিবালয়ের ক্যান্টিন নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
সচিবালয়ের ক্যান্টিন নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ যুগান্তকারী, চীনকে বিএনপি
‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ যুগান্তকারী, চীনকে বিএনপি
আলোচনা ফলপ্রসূ হয়নি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিডিআর সদস্যদের
আলোচনা ফলপ্রসূ হয়নি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিডিআর সদস্যদের
সিরিজ জয়ের লক্ষ্যে ১৮ বছর পর কলম্বোতে নামছে বাংলাদেশ
সিরিজ জয়ের লক্ষ্যে ১৮ বছর পর কলম্বোতে নামছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধার সংশোধিত প্রজ্ঞাপন জারি
সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধার সংশোধিত প্রজ্ঞাপন জারি
ক্রুদের প্রতি কঠোর নির্দেশনা জারি বিমানের
ক্রুদের প্রতি কঠোর নির্দেশনা জারি বিমানের
ফ্ল্যাট বিক্রিতে ধস, নির্মাণ খাতে ছাঁটাইয়ের শঙ্কা
ফ্ল্যাট বিক্রিতে ধস, নির্মাণ খাতে ছাঁটাইয়ের শঙ্কা
দেশে প্রথমবারের মতো গুগল পে চালু হচ্ছে আজ, যেসব সুবিধা পাওয়া যাবে
দেশে প্রথমবারের মতো গুগল পে চালু হচ্ছে আজ, যেসব সুবিধা পাওয়া যাবে
নির্বাচনি সমঝোতার পথে পাঁচ ধর্মভিত্তিক দল
নির্বাচনি সমঝোতার পথে পাঁচ ধর্মভিত্তিক দল