X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ইঞ্জিনে আটকে পড়া তরুণকে টেনে-হিঁচড়ে দেড় কিমি নিয়ে গেছে ট্রেনটি

গাজীপুর প্রতিনিধি
২২ অক্টোবর ২০২২, ২১:০৯আপডেট : ২২ অক্টোবর ২০২২, ২১:০৯

নরসিংদীতে ট্রেনের ইঞ্জিনের হুকে আটকে দেড় কিলোমিটার যাওয়ার পর আবু কালাম (২০) নামে এক তরুণের ছিন্নভিন্ন লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নিহত তরুণ নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের উত্তর শীলমান্দী (দড়িপাড়া) গ্রামের শহিদ মিয়ার একমাত্র ছেলে। শুক্রবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় পলাশের জিনারদী রেল স্টেশন সংলগ্ন রেললাইন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের বাবা শহিদ মিয়া জানান, আবু কালাম দেড় বছর ধরে মানসিক ভারসাম্যহীন। একমাত্র ছেলেকে সুস্থ করার জন্য ভিটেবাড়িও বিক্রি করে চিকিৎসা করার পর কিছুটা সুস্থও হয়ে উঠছিল। সম্প্রতি আবার অসুস্থতা বেড়ে যায়। শুক্রবার বিকালে স্থানীয় মসজিদে আসরের নামাজ পড়ে রেললাইনে যাওয়ার পরই এই দুর্ঘটনা ঘটে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই  ইকবাল হোসেন জানান, দুর্ঘটনার সময় আবু কালাম রেললাইন ধরে হাঁটছিলেন। বেশ কয়েকবার হুইসেল বাজালেও তিনি সরেননি। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুকে আটকে থাকা অবস্থায় দেড় কিলোমিটার যাওয়া পর জিনারদী রেল গেট স্থানে কাটা পড়ে ছিন্নভিন্ন হয়ে যায় তার শরীর। রেল লাইনে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা স্টেশন মাস্টারকে খবর দেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ নিহতের মাথা ও হাত-পা ছিন্নবিচ্ছিন্ন উদ্ধার করে। রাত ৯টার দিকে নিহতের বাবা শহিদ মিয়া ঘটনাস্থলে এসে পরনের লুঙ্গি দেখে আবু কালামের লাশ শনাক্ত করেন। কোনও অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

/এফআর/
সম্পর্কিত
ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
রেল লাইনে পাটের বস্তা ফেলে ট্রেন পার
মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩ জনের বাড়িতে শোকের মাতম
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি