X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিস্ফোরণে দগ্ধ রাশেদুল মারা গেছেন, স্ত্রী-সন্তান আইসিইউতে

মানিকগঞ্জ প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২২, ১৩:৫৮আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১৪:০০

মানিকগঞ্জ পৌর এলাকায় বাসায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ রাশেদুল ইসলাম (৪৫) মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে রাশেদুলের বড় ভাই মো. রসুলদী বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘দগ্ধ অবস্থায় আমার ছোট ভাই, তার স্ত্রী সোনিয়া আক্তার (৩০) ও একমাত্র সন্তান রিফাত হোসেনকে (৩) শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় মঙ্গলবার বিকালে রাশেদুলকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছিল। রাত সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা। তার স্ত্রী-সন্তানের অবস্থা আশঙ্কাজনক। তারাও আইসিইউতে রয়েছে।’

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ পৌরসভার নারাঙ্গাই এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মাংসের ব্যবসা করেন রাশেদুল ইসলাম। পাশেই একটি বাসা ভাড়া নিয়ে স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন। গত সোমবার ঝড়-বৃষ্টির রাতে বাসার দরজা জানালা বন্ধ রেখে ও গ্যাসের বার্নার খোলা রেখে ঘুমিয়ে পড়েন। একটি কক্ষে রাশেদুল ও মাংসের দোকানের কর্মচারী ফারুক হোসেন (৩৮) এবং অপর কক্ষে সোনিয়া আক্তার ও শিশুসন্তান রিফাত ঘুমিয়ে পড়েন।

ভোর চারটার দিকে রাশেদুল সিগারেটে আগুন ধরানোর জন্য দিয়াশলাইয়ের কাঠি জ্বালানোর পরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় একটি কক্ষের দেয়াল ধসে যায় এবং দরজা-জানালা আশপাশে ছিটকে পড়ে। এতে চার জনই দগ্ধ হন। তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে গুরুতর দগ্ধ রাশেদুল এবং তার স্ত্রী-সন্তানকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে হতরাতে রাশেদুল মারা গেছেন। দগ্ধ ফারুককে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার জানান, অগ্নিদগ্ধ চার জনের একজন মারা গেছেন। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

/এসএইচ/
সম্পর্কিত
বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা