X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

মধ্যরাতে উঠছে নিষেধাজ্ঞা, ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা

চাঁদপুর প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২২, ১৬:০০আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৬:২৪

মা ইলিশ রক্ষায় সরকারের দেওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। রাত ১২টা থেকে ইলিশ শিকারে নদীতে নামতে পারবেন জেলেরা। নিষেধাজ্ঞার এই সময়ে নৌকা ও জাল মেরামতের কাজ সম্পন্ন করেছেন তারা। রাতে মাছ শিকার করে জেলেরা শনিবার (২৯ অক্টোবর) সকালেই বাজারে হাজির হবেন।

প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এই সময়ে ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময়ও নিষিদ্ধ। ২২ দিনের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় জেলে পরিবারগুলোতে উৎসব বিরাজ করছে।

চাঁদপুর সদর উপজেলার হানারচর ও লক্ষ্মীপুর ইউনিয়নের জেলে ইদ্রিস ও মালেক বলেন, ‘আমরা সরকারের নিষেধাজ্ঞা সবসময় পালন করি। মূলত আমরা বড় নৌকায় গুল্টিজাল বাই। নিষেধাজ্ঞার সময় নদী থেকে জাল ও নৌকা তুলে মেরামতে ব্যস্ত সময় পার করি।’

তারা আরও বলেন, ‘এই ২২ দিন পরিবার-পরিজন নিয়ে কষ্টে গেছে। সরকার এ বছর ২০ কেজির জায়গায় ২৫ কেজি চাল বরাদ্দ দিয়েছে। কিন্তু আমরা ২৫ কেজি পাইনি। আমাদের ২২-২৩ কেজি করে চাল দেওয়া হয়েছে। শুধু কি চাল দিয়েই সংসার চলে? সঙ্গে আরও অনেক কিছু দরকার।’

মধ্যরাতে উঠছে নিষেধাজ্ঞা, ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা

চার জেলা নিয়ে গঠিত চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘বিগত বছরের তুলনায় এবার নদীতে বেশি মাছ থাকায় অসাধু জেলেরা ছিল বেপরোয়া। নৌ-পুলিশের কঠোর তৎপরতার কারণে অধিকাংশ জেলে মাছ ধরা থেকে বিরত ছিল। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে চাঁদপুর অঞ্চলে মোট এক হাজার ১৮৮ জন জেলেকে আটক করা হয়েছে। এরমধ্যে অনেকের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অনেককে কারাদণ্ড দেওয়া হয়েছে।’ 

আটক জেলেদের অধিকাংশ চাঁদপুর ও শরীয়তপুরের বলে জানান নৌ-পুলিশের এই কর্মকর্তা। এছাড়া বিপুল পরিমাণ জাল ও ইলিশ জব্দ করা হয়েছে। জালগুলো পুড়িয়ে ধ্বংস এবং জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ ও কোল্ডস্টোরে সংরক্ষণ করা হয়েছে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান বলেন, ‘জেলা প্রশাসন, নৌ-পুলিশ ও কোস্টগার্ডসহ বিভিন্ন দফতরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স সদস্যরা মা ইলিশ রক্ষায় তৎপর ছিল। সবাই মিলে কাজ করেছি। এ বছর নদীতে প্রচুর মা ইলিশ এসেছে ডিম পাড়ার জন্য। তাই আমরা মনে করছি, সামনের জাটকা রক্ষা কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করলে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।’

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
নাফ নদে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি দুই জেলে আহত
নাফ নদ থেকে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
সর্বশেষ খবর
ঐকমত্য কমিশনের সঙ্গে সিপিবির আলোচনা
ঐকমত্য কমিশনের সঙ্গে সিপিবির আলোচনা
রাশিয়ার ক্রাকোভ কনস্যুলেট বন্ধের ঘোষণা পোল্যান্ডের
রাশিয়ার ক্রাকোভ কনস্যুলেট বন্ধের ঘোষণা পোল্যান্ডের
ঈদের পোশাক এনেছে লা রিভ
ঈদের পোশাক এনেছে লা রিভ
আও.লীগ নেত্রী জিনাত সোহানা গ্রেফতার 
আও.লীগ নেত্রী জিনাত সোহানা গ্রেফতার 
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়