X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

৫ দিন ধরে নিখোঁজ চিকিৎসক

ফরিদপুর প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২২, ১৮:৫৪আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১৮:৫৪

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. জাকির হোসেনের (৩০) সন্ধান ছয় দিনেও মেলেনি। এতে চিন্তিত হয়ে পড়েছেন তার পরিবারের সদস্যসহ সহকর্মীরা।

ওই চিকিৎসকের পরিবারের সদস্যরা ও পুলিশ  বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও কোনও সন্ধান পাননি। ওই চিকিৎসক গত ৮ নভেম্বর নিখোঁজ হন। ১০ নভেম্বর ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহসিন উদ্দিন ফকির নিখোঁজ হওয়ার বিষয়ে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ২টা পর্যন্ত জাকির হোসেন স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের দায়িত্ব পালন করেন। এরপর হাসপাতাল ত্যাগ করেন। সেদিন দিবাগত রাত ১২টা ৩ মিনিটে জাকির হোসেনের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার স্ত্রীর কলির ব্যবহৃত মোবাইল ফোনে একটি মেসেজ করা হয়। লেখা হয়, ‘বিদ্যুৎ নেই, তার (জাকির হোসেন) মোবাইল ফোন যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।’

এর প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর ভোর ৫টা ৫৪ মিনিটে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মোবাইল ফোনে জাকির হোসেনের নম্বর থেকে মেসেজ করা হয়। সেখানে লেখা হয়, ‘শাশুড়ি অসুস্থ। জরুরি ঢাকা যেতে হবে। আগামীকাল (১০ নভেম্বর) ফিরতে একটু দেরি হবে।’

মো. জাকির হোসেন মানিকগঞ্জ শহরের বনগ্রাম আবাসিক এলাকার ৪৫/১ বাড়ির বাসিন্দা মো. সামসুল আলম ও জেসমিন আক্তার দম্পতির ছেলে। তিনি বিবাহিত এবং এক সন্তানের বাবা। ৩৮ তম বিসিএসের মাধ্যমে ২০১৯ সালের ৮ ডিসেম্বর নবম গ্রেডে মনোনীত হয়ে ১১ ডিসেম্বর ভাঙ্গার তুজারপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে সহকারী সার্জন হিসেবে যোগ দেন। তবে তুজারপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে কোনও স্থাপনা না থাকায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযুক্ত করা হয়। সেই থেকে গত তিন বছর ধরে তিনি এই স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহসিন উদ্দিন ফকির বলেন, ‘৯ নভেম্বর চিকিৎসক জাকির হোসেনের স্ত্রী আমাকে জানান, তার স্বামী রাতে বাসায় ফেরেনি। শাশুড়িও অসুস্থ নন। এরপর ১০ নভেম্বর পর্যন্ত তারর কোনও খোঁজ না পেয়ে ভাঙ্গা থানায় জিডি করি।’

নিখোঁজ চিকিৎসকের স্ত্রী সখিনা আক্তার কলি বলেন, ‘নিখোঁজের ছয় দিন পার হলেও আমার স্বামীর কোনও সন্ধান পাইনি। বিভিন্ন স্থানে খোঁজ করছি। পুলিশও তাদের মতো করে খোঁজ করছে, কিন্তু এখনও কোনও সন্ধান মেলেনি।’

তিনি বলেন, ‘জুলাই থেকে আমি আমার বাবার বাড়ি সাভারে থাকি। ঢাকায় একটি কোর্সে অংশ নেওয়ার কারণেই সেখানে থাকতে হয়েছে। এর আগে জাকিরের সঙ্গে ভাঙ্গায় থাকতাম। আমাদের তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে।’

ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম বলেন, ‘চিকিৎসক জাকির হোসেনের নিখোঁজ হওয়ার বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ভাঙ্গা থানায় একটি জিডি করেছেন।’

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. হেলালউদ্দিন ভূঁইয়া বলেন, ‘ওই চিকিৎসকের নম্বর ট্রেস করা যাচ্ছে না। আমরা সব থানায় তার ছবি সংবলিত বার্তা পাঠিয়েছি। পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও র‌্যাব বিষয়টি নিয়ে কাজ করছেন। তবে এখন পর্যন্ত বলার মতো কোনও তথ্য আমাদের হাতে নেই।’

/এফআর/
সম্পর্কিত
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
ইজিবাইকে যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষ, ওসিসহ আহত ৩০
আওয়ামী লীগের ৫ ইউপি সদস্যকে ধরে পুলিশে সোপর্দ
সর্বশেষ খবর
৭৮তম কান উৎসব: নগ্নতা, শুল্ক, যুদ্ধ এবং ‘আলী’
কান উৎসব ২০২৫৭৮তম কান উৎসব: নগ্নতা, শুল্ক, যুদ্ধ এবং ‘আলী’
সড়ক ও জনপথের প্রকল্প পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা
সড়ক ও জনপথের প্রকল্প পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা
আশিক চৌধুরীর ব্যক্তিগত তথ্য শেয়ার করে বিডার দুঃখ প্রকাশ
আশিক চৌধুরীর ব্যক্তিগত তথ্য শেয়ার করে বিডার দুঃখ প্রকাশ
দুটি সার গুদাম নির্মাণের সিদ্ধান্ত
দুটি সার গুদাম নির্মাণের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি