X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

মধ্যরাতে ডাকাতির গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি!

মাদারীপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২২, ০২:৩৩আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ০২:৩৩

মাদারীপুর পৌর শহর এবং সদর উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতদল হানা দিচ্ছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় সদর উপজেলার বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দারা বিভিন্ন পাড়া ও মহল্লা পাহারা দিচ্ছেন বলে জানা গেছে। বাসিন্দাদের সতর্ক করতে একাধিক জায়গায় মাইকিং করা হচ্ছে। তবে পুলিশ বলছে, ডাকাত দলের হানা দেওয়ার খবর গুজব। বিভিন্ন এলাকায় পুলিশ টহল দিচ্ছে।

রবিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার পর মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর, করদি, উত্তর চিড়াইপাড়া, নয়াচর, থানতলী, পিটিআই এলাকাসহ বিভিন্ন এলাকায় ডাকাত দলের হানা দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। এ সময় বিভিন্ন পাড়া-মহল্লার মসজিদে মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানিয়ে সতর্ক করা হয়। এ বিষয়ে সদর উপজেলার বিভিন্ন এলাকার অনেকে আতঙ্কিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। সেসব পোস্ট থেকে জানা গেছে, মাইকিং শোনার পর স্থানীয় বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে বাড়িঘর ছেড়ে বাইরে অবস্থান নেন।

লামিয়া ইসলাম মীম নামে মাদারীপুর সরকারি কলেজের এক ছাত্রী তার ফেসবুক লিখেছেন, আমরা রেড অ্যালার্টে আছি। প্রশাসনের দৃষ্টি কাম্য।

সদর উপজেলার উত্তর চিড়াইপাড়া এলাকার ইমদাদুল হক মিলন নামে এক যুবক জানান, ডাকাতের হানা দেওয়ার মাইকিং শুনেছি। এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সামিয়া ইসলাম নামে একজন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, শহরের কুকরাইল ও পুরাতন বাসস্ট্যান্ডে মাইকিং করা হচ্ছে। শহরে ডাকাত ডুকছে। সবাই সতর্ক থাকুন।

মেহেদী হাসান নামে মোস্তফাপুর এলাকার বাসিন্দা বলেন, রাত সাড়ে ১১টার দিকে এলাকায় ডাকাত দলের হানা দেওয়ার খবর জানিয়ে সতর্ক থাকার জন্য মাইকিং করা হয়।

তবে পুলিশের দাবি, মধ্যরাতে ডাকাত দলের হানা দেওয়ার কথা বলে গুজব ছড়ানো হয়েছে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বলেন, এগুলো গুজব। আমরা তো কাউকে মাইকিং করতে বলি নাই। গুজব ছড়িয়ে মানুষকে আতঙ্কিত করা হয়েছে। বিষয়টি ন্যক্কারজনক। এ বিষয়ে সরেজমিনে খোঁজ চলছে।

 

/এফএস/
সম্পর্কিত
দেওয়ানগঞ্জে ডিবি পুলিশের ওপর হামলা করে দুই আসামি ছিনতাই
মগবাজারে হোটেলে একই পরিবারের তিন জনের মৃত্যু: কেয়ারটেকার গ্রেফতার
এক দিনে গ্রেফতার ১২৯০
সর্বশেষ খবর
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক