X
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
১০ আষাঢ় ১৪৩২

সড়কে টায়ার জ্বালানোর মামলায় বিএনপির ৮ নেতা গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২২, ১৭:২০আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ১৭:৪৪

ফরিদপুরের বোয়ালমারীতে মহাসড়কে ককটেল বিস্ফোরণ ও টায়ারে আগুন জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করে নাশকতার অভিযোগে বিএনপির ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলার আট আসামিকে গ্রেফতার করে শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দিবাগত রাতে বোয়ালমারী থানার এসআই কাজী আবুল বাশার বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে। ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন, বোয়ালমারী পৌর বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান খান (৫২), উপজেলা বিএনপির সদস্য ফরিদুল ইসলাম (৪৫), পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক বিশ্বাস (৫০), দাদপুর ইউনিয়নের বিএনপির সভাপতি হামিদুল হক বকুল (৫৫), ফরিদপুর জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সিরাজ মৃধা (৫৪), শেখর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) বরকত মোল্লা (৫০), আবু নাসির মোল্লা (৫২) ও মুরাদ শেখ (৩৫)।

মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর এলাকায় ফরিদপুর-১ আসনের বিএনপির সাবেক এমপি ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলামের ইটভাটার সামনে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়কের ওপর গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।

খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাশকতা চেষ্টাকারী বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিপক্ষে পাল্টা ১২ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ চারটি ককটেল উদ্ধার করে। ফায়ার সার্ভিস পৌঁছে টায়ারের আগুন নেভায়।

এদিকে মহাসড়কে ককটেল ও টায়ার জ্বালিয়ে এলাকায় নাশকতা করে আতঙ্ক সৃষ্টির ঘটনায় বৃহস্পতিবার রাতে বোয়ালমারী থানার এসআই কাজী আবুল বাশার বাদী হয়ে মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে বিএনপির আট নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। 

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম দাবি করেন, ঘটনাটি পরিকল্পিত হতে পারে। বিএনপি নাশকতা করে না। আমাকেও এ মামলার আসামি করা হয়েছে। এটা একটা গায়েবি মামলা। জানি না কোনও ঘটনা ঘটলেই বিএনপির লোকজন কেন আসামি হয়। এ উপজেলায় বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে রয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার এ আই আক্কাস আলী দাবি করেন, ককটেল বিস্ফোরণ ও টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতা করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করার ঘটনায় মামলা হয়েছে। মামলার আট আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার ও এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৪ জুন, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৪ জুন, ২০২৫)
সাবেক সিইসিকে হেনস্তার ঘটনায় ব্লাস্টের উদ্বেগ
সাবেক সিইসিকে হেনস্তার ঘটনায় ব্লাস্টের উদ্বেগ
আইএমএফের ১৩০ কোটি ডলার একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ, ২৬ জুন রিজার্ভে জমা
আইএমএফের ১৩০ কোটি ডলার একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ, ২৬ জুন রিজার্ভে জমা
বগুড়ায় বিএনপির কার্যালয়ে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার
বগুড়ায় বিএনপির কার্যালয়ে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার
সর্বাধিক পঠিত
দেশের সম্ভাবনাময় পর্যটন ব্যবসায় অশনিসংকেত
দেশের সম্ভাবনাময় পর্যটন ব্যবসায় অশনিসংকেত
৫ আগস্টের পর ক্ষমতার বিরোধে দুই বন্ধু হয়ে গেলেন শত্রু, ঘটে গেলো জোড়া খুন
৫ আগস্টের পর ক্ষমতার বিরোধে দুই বন্ধু হয়ে গেলেন শত্রু, ঘটে গেলো জোড়া খুন
ইলেকট্রনিক্স ব্যবসায় মন্দা, নেপথ্যের কারণ কী
ইলেকট্রনিক্স ব্যবসায় মন্দা, নেপথ্যের কারণ কী
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট চলাচল নিষিদ্ধ
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট চলাচল নিষিদ্ধ
কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা