X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ঢাকা-আরিচা মহাসড়কে গণপরিবহন নেই

মানিকগঞ্জ প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২২, ১৪:৪৭আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৪:৪৭

বিএনপির সমাবেশকে ঘিরে ঢাকা-আরিচা মহাসড়কে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। স্বল্পসংখ্যক লোকাল বাস চলাচল করছে। মহাসড়কে ঢাকাগামী বাস থামিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যাত্রীদের নামিয়েও দেওয়া হচ্ছে। মহাসড়কের বেশ কয়েকটি স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরাও সড়কে অবস্থান নিয়েছেন।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায়, পুলিশের তল্লাশি চৌকির দুই পাশে সাধারণ পণ্যবোঝাই ট্রাক ও বিভিন্ন কোম্পানির পণ্য পরিবহনের যানবাহন আটকে রাখা হয়েছে। যানবাহনগুলো আটকানোয় ঢাকা-আরিচা মহাসড়কের বেশ কিছু জায়গায় যানজট দেখা দেয়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানা, সড়কপথে বিভিন্ন কোম্পানির গাড়িগুলো এলোপাতাড়ি রাখায় যান চলাচল সাময়িক বন্ধ ছিল। আমি এই খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

ঢাকা-আরিচা মহাসড়কে গণপরিবহন নেই

অপরদিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাড়ির চেকপোস্টে অবস্থান নিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশি সুমনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা। নয়াডিঙ্গী বাসস্ট্যান্ডে ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হকের নেতৃত্বে মহাসড়কে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। ঢাকার প্রবেশ পথে সিংগাইর ভাষা শহিদ রফিক সেতুর চেকপোস্টে পুলিশের পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এদিকে দুপুরের দিকে জেলা যুবলীগের নেতাকর্মীরা বিএনপি নাশতকার বিরুদ্ধে শহরে বিক্ষোভ মিছিল বের করে। 

পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, ‌‘সারাদেশে নাশকতা ও জঙ্গি তৎপরতার জন্য পুলিশের পক্ষ থেকে সড়কপথের বিভিন্ন স্থানে চেস্টপোস্ট বসানো হয়েছে।’

/এসএইচ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে ফিল্ম সংকটএক্স-রে ও সিটিস্ক্যান করাতে ভোগান্তির শিকার রোগীরা
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিশ্যামলীতে ৬ ঘণ্টা ধরে অবরোধ, তীব্র যানজটে জনদুর্ভোগ
শাহবাগে গণজমায়েত: যান চলাচল বন্ধে ভোগান্তি
সর্বশেষ খবর
স্বামীসহ সাবেক সংসদ সদস্য মীরার বিরুদ্ধে দুদকের দুই মামলা
স্বামীসহ সাবেক সংসদ সদস্য মীরার বিরুদ্ধে দুদকের দুই মামলা
রোহিঙ্গাদের জন্য ৩১৬ কোটি টাকায় পরামর্শক প্রতিষ্ঠান
রোহিঙ্গাদের জন্য ৩১৬ কোটি টাকায় পরামর্শক প্রতিষ্ঠান
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে: আমির খসরু
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে: আমির খসরু
এক নম্বর হতে চান মিরাজ
এক নম্বর হতে চান মিরাজ
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি