X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শিশুকে হত্যা করে ভ্যান ছিনতাই

ফরিদপুর প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৩, ১৫:২৮আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১৫:২৮

ফরিদপুরের মধুখালী উপজেলায় জিহাদ হোসেন (১৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (০৪ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার জাহাপুর ইউনিয়নের চরমুরারদিয়া সেতু সংলগ্ন রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

জিহাদ হোসেন মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের দিঘলিয়া মধ্যপাড়া গ্রামের মৃত লালু শেখের ছেলে।

জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম বাচ্চু বলেন, ‘আমার ইউনিয়নের সড়কের পাশ থেকে জিহাদের মরদেহ উদ্ধার হয়েছে, কিন্তু ওর বাড়ি রায়পুর ইউনিয়নের দিঘলিয়া গ্রামে।’

রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন মিয়া বলেন, ‘জিহাদ এতিম ছেলে। দশ বছর আগে ওর বাবা মারা গেছে। মা বিদেশে থাকে। জিহাদ ও তার বোন দাদির কাছে থাকতো। ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে যা আয় হতো তা দিয়ে ভাই-বোন ও দাদিকে নিয়ে দুমুঠো খেতো। মঙ্গলবার বিকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয় জিহাদ। রাতে বাড়িতে না ফেরায় রাত ১১টার দিকে তার দাদি আমার কাছে এসে বিষয়টি জানান। রাতে খোঁজাখুঁজি করে না পেয়ে সকালে তাদের আসতে বলি। ঘুম থেকে উঠেই শুনি জিহাদের মরদেহ পাওয়া গেছে। খুবই মর্মান্তিক ঘটনা। ধারণা করছি ভ্যানটি ছিনতাই করে নিতেই জিহাদকে হত্যা করা হয়েছে।’

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, জিহাদ মঙ্গলবার বিকাল ৩টার দিকে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল। আজ সকালে সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হত্যাকারীদের খুঁজতে এরই মধ্যে কাজ শুরু করেছে।

/এসএইচ/
সম্পর্কিত
বিয়ে না করানোয় মাকে হত্যা
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!