X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

সাভারে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আটক ১

সাভার প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৩, ১০:৪৯আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১০:৪৯

সাভারে সংবাদ প্রকাশের জেরে বেসরকারি একাত্তর টেলিভিশনের সাভার প্রতিনিধি আশরাফ সিজেলের ওপর হামলা ও তাকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মহসিন বাবু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়াও সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিব আহম্মেদ, স্থানীয় সাংবাদিক ও সাভার প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রওশনসহ মোট চার জনের নাম উল্লেখ করে ও ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী গণমাধ্যমকর্মী।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি, ইতোমধ্যে অভিযোগে উল্লেখিত ৩ নম্বর আসামি মহসিন বাবুকে আটক করা হয়েছে, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আটক মহসীন বাবু সাভার পৌর আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে।

লিখিত অভিযোগে বলা হয়, আমিনবাজার ইউনিয়ন পরিষদ অফিস ঝুঁকিপূর্ণ হওয়ায় ৫ মাস সতর্ক হননি চেয়ারম্যান, খাস জমি দখল করে স্থাপনা নির্মাণ’ শীর্ষক শিরোনামে রবিবার (১৫ জানুয়ারি) একাত্তর টেলিভিশনে একটি সংবাদ প্রকাশ হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও আমিনবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রকিব আহম্মেদ এর নির্দেশে মহসীন বাবু, রওশনসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন ব্যক্তি আজ (রবিবার) দুপুরে সাভারের পৌর এলাকা ভাটপাড়া মহল্লায় আশরাফ সিজেলের বাসার সামনে তার উপর হামলা চালায়।

এ প্রসঙ্গে আশরাফ সিজেল বলেন, বেশ কিছুদিন ধরে আমিনবাজার ইউনিয়ন পরিষদের ভবনটি ঝুকিপূর্ণ হওয়ায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যানকে অন্যত্র পরিষদ কার্যক্রম পরিচালনার জন্য বলা হয়েছে। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান রকিব আহম্মেদ ঝুঁকি উপেক্ষা করেই ঝুকিপূর্ণ ভবনটিতেই দাফতরিক কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়াও তার বিরুদ্ধে খাস জমি দখল করে স্থাপনা নির্মাণেরও অভিযোগ রয়েছে। এই বিষয়ে আজ একাত্তর টেলিভিশনে একটি সংবাদ প্রকাশ হলে ক্ষুব্ধ হয়ে সাভার উপজেলা চেয়ারম্যান ও আমিনবাজার ইউপি চেয়ারম্যানের নির্দেশে সন্ত্রাসীরা আমার উপর হামলা ও আমাকে অপহরণের চেষ্টা করে। এসময় অভিযুক্ত মহসীন বাবু একটি পিস্তল বের করে সেটির বাট দিয়েও আমাকে আঘাত করেছে।

‘হামলার পর সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি’, বলেন আশরাফ সিজেল।

তবে অভিযোগ অস্বীকার করে সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব বলেন, ‘আমি তো এবিষয়ে কিছুই জানি না, এখন শুনি আমার নামেও অভিযোগ দেওয়া হয়েছে। আমি চাই, কেউ যদি ওই সাংবাদিকের উপর কেউ হামলা করে থাকে তাকে যেন আইনের আওতায় আনা হয়। একইসঙ্গে সে আমাকে জড়িয়ে যে মিথ্যা অভিযোগ দিয়েছে, সেটিও যেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়।’

আমিনবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রকিব আহম্মেদ বলেন, ‘যেই রিপোর্টটি করা হয়েছে, সেটি তো আমার জন্য ইতিবাচক। আমরাও চাই ভবনটি সংস্কার করা হোক। তাছাড়া তার সঙ্গে তো আমার সম্পর্ক অত্যন্ত ভালো, সে কেন আমার নামে অভিযোগ এনেছে, সেটি আমার বোধগম্য নয়।’

তবে এ বিষয়ে ভিন্ন কথা বলছেন ঘটনার সময় উপস্থিত আশরাফ সিজেলের সহযোগী ক্যামেরাম্যান উজ্জ্বল হোসাইন। তিনি বলেন, ‘দুপুরে আমি আশরাফ ভাইকে নিয়ে তার বাসার সামনে যাওয়ার কিছুক্ষণ পর সেখানে আলাদা দুটি মোটরসাইকেলে সাংবাদিক রওশন ভাই ও মহসীন বাবু আসেন। এসময় আমি রওশন ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, এক পর্যায়ে হঠাৎ দেখি আশরাফ ভাই দৌড় দিয়েছে, কেন যে দিয়েছে সেটিও আমি বলতে পারবো না। এর বাইরে আমি সেখানে আ কাউকে দেখিনি। রাস্তায় লোকজন ছিল, দোকানদাররা ছিল, কিন্তু সন্দেহজনক কাউকে দেখিনি।’

জানতে চাইলে স্থানীয় সাংবাদিক রওশন বলেন, ‘আমি আর একাত্তর টিভির ক্যামেরাম্যান উজ্জ্বল দাঁড়িয়ে কথা বলছিলাম, আমি মোটরসাইকেলেই বসা। এর মধ্যে হঠাৎ দেখি আশরাফ সিজেল দৌড় দিয়েছে। এর বাইরে তো আর কিছুই হয়নি, এখন শুনি আমার নামেও অভিযোগ দেওয়া হয়েছে।’

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, ‘আশরাফ সিজেল বিকাল ৫টা নাগাদ আমাদের হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তার পায়ের হাঁটুর উপরের অংশে (থাই) হালকা আঘাতের চিহ্ন রয়েছে, এছাড়া তার শরীরে আর তেমন কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’

/ইউএস/
সম্পর্কিত
দায়িত্বশীল সাংবাদিকতায় বাংলা ট্রিবিউনের এগিয়ে চলা
বাসে উঠতে গিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেলো দুজনের
সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায়: তথ্য উপদেষ্টা
সর্বশেষ খবর
রাজধানীতে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার
ব্রিটেনে স্থায়ী হওয়ার পথে নতুন শর্তারোপ
ব্রিটেনে স্থায়ী হওয়ার পথে নতুন শর্তারোপ
মৃতের বৈধ ওয়ারিশদের মধ্যে ফারায়েজ অনুযায়ী পেনশন বণ্টনের প্রশ্নে হাইকোর্টের রুল
মৃতের বৈধ ওয়ারিশদের মধ্যে ফারায়েজ অনুযায়ী পেনশন বণ্টনের প্রশ্নে হাইকোর্টের রুল
এফডিসি-পলাশী সংযোগ সড়ক বাতিলের দাবিতে ১৫৭ বিশিষ্টজনের বিবৃতি
এফডিসি-পলাশী সংযোগ সড়ক বাতিলের দাবিতে ১৫৭ বিশিষ্টজনের বিবৃতি
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়