X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কেক-প্যাটিস খেয়ে দুই বোনের মৃত্যু, দোকানদার রিমান্ডে

গাজীপুর প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০৯

গাজীপুরে কেক ও প্যাটিস খেয়ে দুই বোনের মৃত্যু এবং ছয় মাসের শিশু অসুস্থ হওয়ার ঘটনায় প্রধান আসামি দোকানি সাইফুল ইসলামের (৪৮) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাকি তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) গাজীপুর সিএমএম আদালতের বিচারক নিয়াজ মখদুম এই আদেশ দেন।

সোমবার (৩০ জানুয়ারি) মারা যাওয়া শিশুদের বাবা আশরাফুল ইসলামের করা মামলায় মঙ্গলবার দুপুরে আসামিদের গাজীপুর সিএমএম আদালতে তুলে পুলিশ প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করে। তবে আদালত শুধু প্রধান আসামির রিমান্ড মঞ্জুর করেছেন।

আসামি সাইফুল ইসলামের দোকান থেকে কেক ও প্যাটিস কিনে এনে দুই শিশু সন্তানকে খাইয়েছিলেন মামলার বাদী ও তাদের বাবা আশরাফুল ইসলাম।

গ্রেফতার বাকি তিনজন হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মিশু মিয়ার ছেলে সোহেল রানা (৪৮), একই জেলার নবীনগর উপজেলার কোনাউর গ্রামের দানু মিয়ার ছেলে শহিদুল ইসলাম (২৫) ও একই গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন (৪৫)। তারা সালনা এলাকার একটি বেকারিতে কর্মরত এবং ওই বেকারি থেকে সাইফুলের দোকানে কেক ও প্যাটিস সরবরাহ করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, দুই শিশু মৃত্যুর ঘটনায় সোমবার তাদের বাবা মামলা করলে ওই দিন সন্ধ্যায় অভিযান চালিয়ে প্রধান আসামিসহ চার জনকে গ্রেফতার করা হয়। আদালত প্রধান আসামির রিমান্ড মঞ্জুর করে অন্যান্যদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরও জানান, দোকানি যে কেক ও প্যাটিস বিক্রি করেছিলেন- তাতে কোনও বিষ মেশানো হয়েছিল কি না, সেটি জানতে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

উল্লেখ্য, রবিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরের সালনা (ইপসা গেট) এলাকায় কেক ও প্যাটিস খেয়ে দুই বোন আশামনি (৬) ও আলিফা আক্তার (২) অসুস্থ হয়ে মারা যায়।

/এফআর/
সম্পর্কিত
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
৬ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ