X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪৯আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪৯

মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইউনিয়নের মুন্সীকান্দি, ঢালীকান্দি, নোয়াদ্দা ও লক্ষ্মীদিবি গ্রামে এ ঘটনা ঘটে। ওই ইউনিয়নের চেয়ারম্যান রিপন পাটোয়ারী ও সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনার সমর্থকদের মধ্যে শুরু হওয়া সংঘর্ষ ওসব গ্রামে ছড়িয়ে পড়ে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলি বর্ষণের ঘটনা ঘটে। চার ঘণ্টা ধরে চলা সংঘর্ষে ১০ জন আহত হন।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ ফারুক হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ ও সুমন মোল্লাকে ঢাকার চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি গুরুতর আহত পরান মোল্লাকেও চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। 

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বশাক বলেন, ‘দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এজন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে। আরও এক কিশোর গুরুতর আহত হয়েছে। তাকেও ঢাকায় পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এছাড়া আহত রাসেল, পারভেজ, শরীফ, নীরব ও সোহেলসহ সাত জনকে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’

এ বিষয়ে মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন পাটোয়ারী বলেন, ‘সাবেক চেয়ারম্যানের সমর্থকরা আমার সমর্থকদের ওপর হামলা করেছে। এ সময় প্রতিরোধ করতে গেলে দুই পক্ষের সংঘর্ষ বেধে যায়।’

তবে ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনা বলেন, ‘সকালে ঢালীকান্দি গ্রামে আমার এক সমর্থককে মারধর করেন চেয়ারম্যান রিপন পাটোয়াীর সমর্থকরা। এ ঘটনার জেরে দুপুরে ওই গ্রামে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পাশের গ্রামগুলোতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ঘটনার জন্য চেয়ারম্যান রিপন পাটোয়ারীর সমর্থকরা দায়ী।’

সদর থানার ওসি মো. তারিকুজ্জামান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ দেখে অনেকে পালিয়ে গেছেন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।’

/এএম/
সম্পর্কিত
ইজিবাইকে যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষ, ওসিসহ আহত ৩০
নাফ নদে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি দুই জেলে আহত
বগুড়ায় সংঘর্ষে একজন নিহত, গ্রেফতার ৭
সর্বশেষ খবর
১৬১ টাকা লিটার দরে রাইস ব্রান তেল কেনার সিদ্ধান্ত
১৬১ টাকা লিটার দরে রাইস ব্রান তেল কেনার সিদ্ধান্ত
জুনেই আইএমএফের ১.৩ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ
জুনেই আইএমএফের ১.৩ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ
সিলেটে ৪ জনের ডেঙ্গু শনাক্ত
সিলেটে ৪ জনের ডেঙ্গু শনাক্ত
রমনা বটমূলে বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর সাজা
রমনা বটমূলে বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর সাজা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি