X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

গাজীপুরে পুলিশের গাড়ি ভাঙচুর শিক্ষার্থীদের, গ্রেফতারের পর অধ্যক্ষের জামিন

গাজীপুর প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৪

গাজীপুরের নাসির উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১০ জনের নামে মামলা করেছে পুলিশ। 

এ ঘটনায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) জামিনে মুক্ত হন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা নাসরিন।

এর আগে মঙ্গলবার রাতে গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় মামলা করেন উপ-পরিদর্শক (এসআই) উৎপল কুমার। মামলায় পুলিশের গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ইন্দনদাতা হিসেবে আসামি করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি জিয়াইল ইসলাম বলেন, ‘মামলায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছিল। বুধবার তাদের আদালতে পাঠানো হয়। আদালত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা নাসরিনের জামিন মঞ্জুর করে অন্য চার জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’ 

তারা হলেন কাউলতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য মতিউর রহমান, তার সহযোগী মাকসুদুর রহমান, মোবারক হোসেন ও তামিম হোসেন তন্ময়।

ভারপ্রাপ্ত অধ্যক্ষকে গ্রেফতারের বিষয়ে ওসি জিয়াইল ইসলাম বলেন, ‘১ থেকে ৪ নম্বর আসামিকে জিজ্ঞাসাবাদকালে তারা পুলিশকে জানান, এ ঘটনায় অধ্যক্ষেরও ইন্ধন রয়েছে। এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে।’

গাজীপুর জেলা জজ আদালতের আইনজীবী রীনা পারভীন বলেন, ‘গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কায়সারুল ইসলাম বুধবার বিকাল ৪টায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা নাসরিনের জামিন মঞ্জুর করেন।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নানা অনিয়মের অভিযোগে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবিতে মঙ্গলবার সকাল পৌনে ১০টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত কলেজের পাশে ঢাকা-ময়মনসিং মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। ক্ষুব্ধ হয়ে পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, পুলিশ দুটি গাড়ি কলেজ ক্যাম্পাসে রেখে আমাদের বিক্ষোভের পাশে অবস্থান নেয়। এর ফাঁকে কয়েকজন শিক্ষার্থী পুলিশের গাড়িতে ওঠে বসে। এরই মধ্যে হঠাৎ পুলিশের গাড়ি ক্যাম্পাস থেকে বের হওয়ার চেষ্টা করে। অন্য শিক্ষার্থীরা গাড়িতে থাকা শিক্ষার্থীদের নেমে যেতে বললে গাড়ির গতি বাড়িয়ে দেন চালক। এ সময় পুলিশের গাড়ির ধাক্কায় এক শিক্ষার্থী আহত হয়। এতে ক্ষুব্ধ হয়ে পুলিশের গাড়ির গ্লাস ভাঙচুর করে শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, নাসির উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অন্যায় আচরণসহ নানা অনিয়মের অভিযোগ এনে তার পদত্যাগ দাবিতে মঙ্গলবার সড়ক অবরোধ ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। 

গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মোরাদ আলী ওই শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি। তিনি বলেন, ‘প্রতিষ্ঠানটিতে কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব রয়েছে। আগে থেকেই এটি চলে আসছিল। প্রতিষ্ঠানের স্বাভাবিক কাজকর্মে একটি পক্ষ খুশি নাও হতে পারে। প্রাতিষ্ঠানিক কাজকর্ম প্রতিষ্ঠানের প্রধানকেই করতে হয়। অন্যদিকে শিক্ষকদের মধ্য থেকে একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হতে চাইছেন। এসব বিষয় নিয়ে শিক্ষার্থীদের একটি পক্ষ উসকানি দিয়েছে। কারণ আন্দোলনের বিষয়ে শিক্ষার্থীরা আমাকে স্পষ্ট করে কিছু বলতে পারেনি। আগে পরে কোনও কথা নেই, হঠাৎ ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণের দাবি উঠেছে। কারও বিরুদ্ধে অভিযোগ করলেই তা সত্য হয়ে যায় না। আগে থেকে কমিটি নিয়ে যেহেতু দ্বন্দ্ব চলছে। সেই ক্ষোভ এখন গিয়ে পড়েছে ভারপ্রাপ্ত অধ্যক্ষের ওপর।’

/এএম/
সম্পর্কিত
খেলাফত শ্রমিক আন্দোলনের নেতার জন্য থানা ঘেরাও, মুক্তি না দিলে হরতাল
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেফতার
‘আমার মা মারা গেছে, গ্রেফতার করবেন না, একদিন সময় দেন’
সর্বশেষ খবর
বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের ২১ নেতাকর্মী কারাগারে
বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের ২১ নেতাকর্মী কারাগারে
প্রিমিয়ার লিগে ফেরার আরও কাছে হামজাদের শেফিল্ড
প্রিমিয়ার লিগে ফেরার আরও কাছে হামজাদের শেফিল্ড
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
সাত বছরে সারা লাইফস্টাইল
সাত বছরে সারা লাইফস্টাইল
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়