X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গাজীপুরে পুলিশের গাড়ি ভাঙচুর শিক্ষার্থীদের, গ্রেফতারের পর অধ্যক্ষের জামিন

গাজীপুর প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৪

গাজীপুরের নাসির উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১০ জনের নামে মামলা করেছে পুলিশ। 

এ ঘটনায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) জামিনে মুক্ত হন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা নাসরিন।

এর আগে মঙ্গলবার রাতে গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় মামলা করেন উপ-পরিদর্শক (এসআই) উৎপল কুমার। মামলায় পুলিশের গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ইন্দনদাতা হিসেবে আসামি করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি জিয়াইল ইসলাম বলেন, ‘মামলায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছিল। বুধবার তাদের আদালতে পাঠানো হয়। আদালত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা নাসরিনের জামিন মঞ্জুর করে অন্য চার জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’ 

তারা হলেন কাউলতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য মতিউর রহমান, তার সহযোগী মাকসুদুর রহমান, মোবারক হোসেন ও তামিম হোসেন তন্ময়।

ভারপ্রাপ্ত অধ্যক্ষকে গ্রেফতারের বিষয়ে ওসি জিয়াইল ইসলাম বলেন, ‘১ থেকে ৪ নম্বর আসামিকে জিজ্ঞাসাবাদকালে তারা পুলিশকে জানান, এ ঘটনায় অধ্যক্ষেরও ইন্ধন রয়েছে। এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে।’

গাজীপুর জেলা জজ আদালতের আইনজীবী রীনা পারভীন বলেন, ‘গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কায়সারুল ইসলাম বুধবার বিকাল ৪টায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা নাসরিনের জামিন মঞ্জুর করেন।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নানা অনিয়মের অভিযোগে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবিতে মঙ্গলবার সকাল পৌনে ১০টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত কলেজের পাশে ঢাকা-ময়মনসিং মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। ক্ষুব্ধ হয়ে পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, পুলিশ দুটি গাড়ি কলেজ ক্যাম্পাসে রেখে আমাদের বিক্ষোভের পাশে অবস্থান নেয়। এর ফাঁকে কয়েকজন শিক্ষার্থী পুলিশের গাড়িতে ওঠে বসে। এরই মধ্যে হঠাৎ পুলিশের গাড়ি ক্যাম্পাস থেকে বের হওয়ার চেষ্টা করে। অন্য শিক্ষার্থীরা গাড়িতে থাকা শিক্ষার্থীদের নেমে যেতে বললে গাড়ির গতি বাড়িয়ে দেন চালক। এ সময় পুলিশের গাড়ির ধাক্কায় এক শিক্ষার্থী আহত হয়। এতে ক্ষুব্ধ হয়ে পুলিশের গাড়ির গ্লাস ভাঙচুর করে শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, নাসির উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অন্যায় আচরণসহ নানা অনিয়মের অভিযোগ এনে তার পদত্যাগ দাবিতে মঙ্গলবার সড়ক অবরোধ ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। 

গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মোরাদ আলী ওই শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি। তিনি বলেন, ‘প্রতিষ্ঠানটিতে কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব রয়েছে। আগে থেকেই এটি চলে আসছিল। প্রতিষ্ঠানের স্বাভাবিক কাজকর্মে একটি পক্ষ খুশি নাও হতে পারে। প্রাতিষ্ঠানিক কাজকর্ম প্রতিষ্ঠানের প্রধানকেই করতে হয়। অন্যদিকে শিক্ষকদের মধ্য থেকে একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হতে চাইছেন। এসব বিষয় নিয়ে শিক্ষার্থীদের একটি পক্ষ উসকানি দিয়েছে। কারণ আন্দোলনের বিষয়ে শিক্ষার্থীরা আমাকে স্পষ্ট করে কিছু বলতে পারেনি। আগে পরে কোনও কথা নেই, হঠাৎ ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণের দাবি উঠেছে। কারও বিরুদ্ধে অভিযোগ করলেই তা সত্য হয়ে যায় না। আগে থেকে কমিটি নিয়ে যেহেতু দ্বন্দ্ব চলছে। সেই ক্ষোভ এখন গিয়ে পড়েছে ভারপ্রাপ্ত অধ্যক্ষের ওপর।’

/এএম/
সম্পর্কিত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!