X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ছয় মাসে সারা দেশে ৬৪০ নারী ধর্ষণের শিকার

গাজীপুর প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫২আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৪

২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে গাজীপুরে ২৭ নারী ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। একই সময়ে সারা দেশে ৬৪০ নারী ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের মধ্য ছায়াবীথি এলাকায় আসকের জেলা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরা হয়েছে।

সভায় আসকের সমন্বয়কারী অ্যাডভোকেট আসমা খানম রুবা বলেন, ‘গত ছয় মাসে গাজীপুরে ২৭ নারী ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। সারা দেশে একই সময়ে ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ৬৪০ নারী। ধর্ষণের পর হত্যার শিকার হন ২৩ জন এবং ধর্ষণের পর আত্মহত্যা করেন একজন। একই সময়ে সারা দেশে যৌন হয়রানি ও উত্ত্যক্তের শিকার হন ১৬১ নারী। এসব ঘটনার প্রতিবাদ করতে গিয়ে নির্যাতন ও হয়রানির শিকার হন ৩৭ জন পুরুষ। খুন হয়েছেন পাঁচ জন পুরুষ। উত্ত্যক্তের কারণে আত্মহত্যা করেছেন দুই নারী।’

তিনি আরও বলেন, ‘ওই ছয় মাসে সারা দেশে পারিবারিক নির্যাতনের শিকার হন ২৫১ নারী। এরমধ্যে নির্যাতনের কারণে মারা যান ১৫২ জন এবং আত্মহত্যা করেন ৫৫ জন। ২০২১ সালে পারিবারিক নির্যাতনের শিকার হয়েছিলেন ৬৪০ নারী। ওই বছরের একই সময়ে যৌতুকের জন্য নির্যাতনের শিকার হন ৭৬ নারী। এরমধ্যে শারীরিক নির্যাতনের পর হত্যার শিকার হন ৩০ নারী এবং আত্মহত্যা করেন এক নারী।’

আসকের তথ্য সংরক্ষণ ইউনিটের হিসাব অনুযায়ী, গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সালিশ ও ফতোয়ার মাধ্যমে তিন নারী নির্যাতনের শিকার হন। এরমধ্যে সালিশে শারীরিক নির্যাতনের শিকার হন তিন নারী, নির্যাতন পরবর্তী সময়ে আত্মহত্যা করেন একজন নারী। ২০২১ সালে সালিশ ও ফতোয়ার শিকার হয়েছিলেন ১২ জন নারী।

আসকের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ১৪ জন নারী গৃহপরিচারিকা নির্যাতনের শিকার হয়েছেন। এরমধ্যে শারীরিক নির্যাতনের পরে মারা যান সাত নারী। আত্মহত্যা করেছেন এক নারী। একই সমেয় অ্যাসিড নিক্ষেপের শিকার হয়েছেন পাঁচ নারী।

সভায় প্রতিবেদন সংক্রান্ত তথ্য প্রদর্শন করেন আসকের গাজীপুর জেলা ব্যবস্থাপক আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহম্মদ, সাবেক সাধারণ সম্পাদক রাহিম সরকার, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ সাদেক আলী, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব ও শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি আনিছুর রহমান শামীম।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
‘সাইবার স্পেসে নারীর নিরাপত্তা নানাভাবে বিঘ্নিত হচ্ছে’
সর্বশেষ খবর
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ