X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

সড়ক অবরোধ করলেন ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

টাঙ্গাইল প্রতিনিধি
১১ মার্চ ২০২৩, ১৩:৫০আপডেট : ১১ মার্চ ২০২৩, ১৩:৫০

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনার প্রতিবাদে আঞ্চলিক সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। শনিবার (১১ মার্চ ) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে কাগমারী-চারাবাড়ী সড়ক অবরোধ করে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

এ সময় শিক্ষার্থীরা সুশৃঙ্খল ও নিরাপদ সড়কের দাবি করেন। এর আগে, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ইমন সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত হন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, টাঙ্গাইল-নাগরপুর সড়কের কাগমারী মোড় ও বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে পুলিশ বক্স স্থাপন, গতিরোধক ও জেব্রা ক্রসিং নির্মাণ, সিএনজিচালিত অটোরিকশা চালকের বিচার, প্রধান ফটক থেকে দ্বিতীয় গেট পর্যন্ত হেঁটে চলাচলের জন্য ফুটপাত স্থাপন এবং বিশ্ববিদ্যালয় পুকুর সংলগ্ন দোকান অপসারণের পাঁচ দফা দাবী বাস্তবায়ন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ফরহাদ হোসেন বলেন, শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে একমত পোষণ করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করা হবে। এ ছাড়া সিএনজিচালকসহ দুর্ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি আওতায় আনার জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গত বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের পাশে গণিত বিভাগের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী মো. ইমন দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। সেখানে তার অপারেশন হয়েছে। বর্তমানে ওই হাসপাতালেই তার চিকিৎসা চলছে।

/এফআর/
সম্পর্কিত
ছাত্রলীগকে নিষিদ্ধ করায় দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য আনোয়ারুল আজিম
ছাত্রলীগের ১৯ নেতাকর্মীকে ভাসানী বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার
সর্বশেষ খবর
বিতর্কিত নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা নিতে হবে: মামুনুল হক
বিতর্কিত নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা নিতে হবে: মামুনুল হক
প্লট বিক্রির নামে প্রতারণার অভিযোগ, পরিচালকের শাস্তি চান ভুক্তভোগীরা
প্লট বিক্রির নামে প্রতারণার অভিযোগ, পরিচালকের শাস্তি চান ভুক্তভোগীরা
নারী সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি হেফাজত আমিরের
নারী সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি হেফাজত আমিরের
খালেদা জিয়ার ঢাকায় ফেরা: নেতাকর্মীদের উপস্থিতি সামলানোর চিন্তায় বিএনপি
খালেদা জিয়ার ঢাকায় ফেরা: নেতাকর্মীদের উপস্থিতি সামলানোর চিন্তায় বিএনপি
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’