X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘এতদিন জলে ভাসতাম, প্রধানমন্ত্রী আমাদের ঘর দিয়েছেন’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৩ মার্চ ২০২৩, ১১:৪২আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১১:৫৪

‘আমরা এতদিন জলে ছিলাম। পরের জায়গায় আমরা পলিথিন দিয়ে ঘর বানিয়ে থাকতাম। এতে আমাদের খুব কষ্ট হতো। এখন আমরা ঘর পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ঘর দিয়েছেন। এখন আমাদের আর কষ্ট নেই। আমরা আজ খুব খুশি। আমরা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি।’ প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে কথাগুলো বলছিলেন মো. জাহাঙ্গীর নামে এক বেদে।

চতুর্থ পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েছে ছয়শতাধিক ভূমিহীন-গৃহহীন পরিবার। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৩৫টি ভাসমান বেদে পরিবার রয়েছে। বছরের পর বছর জলে ভাসা নৌকায় খুপরি ঘরের বন্দি জীবন থেকে মুক্ত হয়ে ডাঙ্গায় উঠেছেন তারা। স্থায়ী ঠিকানা ও আশ্রয় পেয়ে তারা উচ্ছ্বসিত। ব্রাহ্মণবাড়িয়ার সদর, সরাইল, নাসিরনগর এবং কসবা এলাকার গৃহহীন পরিবারগুলোর জন্য আশ্রয়ণের ঘর তৈরি করা হয়েছে। 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে চতুর্থ পর্যায়ে বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে আনুষ্ঠানিকভাবে ঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর ব্রাহ্মণবাড়িয়ায় ৬৬২টি গৃহহীন পরিবারের হাতে আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাবি তুলে দেওয়া হয়।

ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া প্রান্তে শহরের সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে ভূমিহীন-গৃহহীন পরিবারগুলোর হাতে ঘরের চাবি তুলে দেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো.আমিনুর রহমান।

৩৫ বেদে পরিবার পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর

এদিকে দীর্ঘদিন ধরে জলে ভাসা নৌকায় বদ্ধ জীবনযাপনের পর ডাঙ্গায় উঠেছেন ব্রাহ্মণবড়িয়া সদর উপজেলার ৩৫ জন বেদে পরিবার। প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেয়ে আশ্রয়হীন পরিবারগুলোর সদস্যদের  আনন্দ অশ্রুতে ভিজে গেছে। 

নারগিস বেগম নামে এক বেদে বলেন, ‘পলিথিন দিয়ে বাঁশ দিয়ে ঘর বানিয়ে থাকতাম। বৃষ্টির দিনসহ সারাবছরই এই ঘরে আমাদের কষ্ট করে থাকতে হতো। এখন নিজেদের ঘর পেয়েছি। আমাদের সার্মথ্য ছিলো না নিজে একটা ঘর বানানোর। প্রধানমন্ত্রী আমাদের ঘর দিয়েছেন। আমরা খুব খুশি।’

মো. কবির হোসেন নামে এক উপকারভোগী বলেন, ‘এতদিন পরের জায়গায় থেকেছি। ভাঙারির দোকানে কাজ করে ঘর ভাড়া দিয়েছি। এখন আমাদের নিজের ঘর হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর উপহার দিয়েছেন। এতে আমরা খুব খুশি। আমরা চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার ক্ষমতায় থাকুক।’

এদিকে ঘরের চাবি হস্তান্তরের পর ব্রাহ্মণবাড়িয়া প্রান্তে উপস্থিত চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো.আমিনুর রহমান বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া জেলায় আজ ৬৬২ জন উপকারভোগীকে ঘর দেওয়া হলো। এতে তারা খুশি। শুধু ঘর দিয়ে নয় আমরা আশ্রয়ণ প্রকল্পে ঘরে থাকা মানুষগুলোর জন্যে কর্মসংস্থানের ব্যবস্থা করবো যাতে তাদের কোনও কষ্ট না হয়।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লাসহ প্রশাসনের কর্মকর্তারা।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৬ হাজার ১০২টি ঘর দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীন পরিবার হিসেবে ঘোষণা করা হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
কোথাও যাতে ভোক্তাদের হয়রানি না হয়, নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের অর্ধেক জেলা সম্পূর্ণ ভূমিহীন ও গৃহহীনমুক্ত
বিএনপি-জামায়াতের সুমতি হোক, অগ্নিসন্ত্রাস বন্ধ করুক: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না