X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

রঙ ও ক্ষতিকর রাসায়নিক দিয়ে তৈরি হতো ম্যাংগো জুস

গাজীপুর প্রতিনিধি
২৯ মার্চ ২০২৩, ২৩:১৩আপডেট : ২৯ মার্চ ২০২৩, ২৩:১৩

গাজীপুরে ক্ষতিকর রাসায়নিক দিয়ে অনুমোদনহীন শিশুখাদ্য উৎপাদন করায় এক কারখানার মালিকসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৮ মার্চ) রাতে গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার (২৯ মার্চ) বিকালে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন।

আটককৃতরা হলেন ফ্রুটিনা জুস কারখানার মালিক মোস্তাফিজুর রহমান কুদ্দুস, ব্যবস্থাপক মোশারফ হোসেন, ল্যাব টেকনিশিয়ান হাফিজুর রহমান, ডিলার ইসমাইল হোসেন, কর্মচারী খাইরুল ইসলাম বুলবুল, রবিউল, মাসুদ রানা, রফিকুল ইসলাম, খবির উদ্দিন এবং জীবন রহমান।

অভিযানের সময় ওই কারখানা থেকে ম্যাংগো জুস, অরেঞ্জ ও লিচু ড্রিংক, ক্যান্ডি, আচার ক্যান্ডি, আইস ললি, প্যাকেজিং লেভেল, খালি বয়াম ও জুস কনটেইনার, কেমিক্যাল ও প্রিজারভেটিভ, মেশিনারিজ, কৃত্রিম রঙ, ফ্লেভার এবং খালি পলি প্যাক উদ্ধার করা হয়। কৃত্রিম রঙ ও ফ্লেভার দিয়ে এসব শিশুখাদ্য উৎপাদন করতেন তারা। 

ওসি ইব্রাহিম হোসেন বলেন, ‘ভেজাল এসব জুস, অরেঞ্জ ও লিচু খেয়ে শিশুদের পেটব্যথা এবং বমি হওয়ার খবর পাই আমরা। পরে ওই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানার গোডাউন থেকে অনুমোদনহীন ফ্রুটিনা জুস, লিচু ড্রিংক, অরেঞ্জ ড্রিংক, আইস ললি উদ্ধার এবং ইসমাইল হোসেনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ডিলার ইসমাইল হোসেন জানান, এসব পণ্যের উৎপাদন ও সরবরাহকারী মোস্তাফিজুর রহমান কুদ্দুস।’ 

ওসি আরও বলেন, ‘ডিলারের অভিযোগের পরিপ্রেক্ষিতে মোস্তাফিজুর রহমান ও তার সহযোগী খাইরুল ইসলামকে তাদের বাসা থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে মোস্তাফিজুর স্বীকার করেন, ডেমরার আমুলিয়ায় নিজস্ব কারখানায় নকল ও ভেজাল এসব পণ্য উৎপাদন হতো। বসিলা, বেড়াইদ ও শনির আখড়ার আরও তিন কারখানায় ভেজাল পণ্য উৎপাদন করা হতো। ওসব কারখানা থেকে এসব পণ্য ডিলারের মাধ্যমে বাজারে সরবরাহ করা হয়।’ 

ওসি ইব্রাহিম হোসেন বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহযোগিতায় ওসব কারখানায় অভিযান চালিয়ে এসব ভেজাল শিশুখাদ্য জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃত ১০ জনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হবে।’

/এএম/
সম্পর্কিত
ভাসানচর থেকে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গা সীতাকুণ্ডে আটক
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
জাল এক লাখ টাকা ২০ হাজারে বিক্রি
সর্বশেষ খবর
এক মোটরসাইকেলে ৪ জন, বাসের ধাক্কায় প্রাণ গেলো মা-মেয়েসহ তিন জনের
এক মোটরসাইকেলে ৪ জন, বাসের ধাক্কায় প্রাণ গেলো মা-মেয়েসহ তিন জনের
ঢাকা ও পার্শ্ববর্তী সেনা ক্যাম্পগুলোর হালনাগাদ নম্বরে যোগাযোগের অনুরোধ 
ঢাকা ও পার্শ্ববর্তী সেনা ক্যাম্পগুলোর হালনাগাদ নম্বরে যোগাযোগের অনুরোধ 
আইপিএল খেলতে অনাগ্রহীদের পাশে থাকবে ক্রিকেট অস্ট্রেলিয়া
আইপিএল খেলতে অনাগ্রহীদের পাশে থাকবে ক্রিকেট অস্ট্রেলিয়া
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়