X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

তামান্নাকে আবাসিক হোটেলে নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে হুমায়ুন

কিশোরগঞ্জ প্রতিনিধি
৩১ মার্চ ২০২৩, ১৬:১০আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৬:১৩

কিশোরগঞ্জের নিকলীর একটি আবাসিক হোটেলে গৃহবধূ তামান্না (২২) হত্যার মূল রহস্য উদ্ঘাটন হয়েছে। এই ঘটনায় ওই নারীর কথিত প্রেমিক হুমায়ুন (২৯) আদালতে হত্যার দায় স্বীকার করে ও ঘটনার বর্ণনা দিয়ে জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ আদালতের পরিদর্শক আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, তামান্নার গলায় ওড়না পেঁচিয়ে হত্যার কথা আদালতে স্বীকার করেছেন হুমায়ুন। বৃহস্পতিবার বিকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের খাস কামরায় ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়।

পুলিশের দেওয়া তথ্য মতে, হুমায়ুন জেলার কটিয়াদী উপজেলার চারিপাড়া গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে। তামান্না একই উপজেলার চরকাউনা এলাকার মোতালিব হোসেনের স্ত্রী। গত শনিবার (২৫ মার্চ) স্বামী-স্ত্রী পরিচয়ে নিকলী সদরের শিমুল কমপ্লেক্স ভবনের একাংশ ‘হাওর প্যারাডাইস’ নামে আবাসিক হোটেলের ৬০৯ নম্বর কক্ষটি ভাড়া নেন। বিবাহিত হুমায়ুন কুলিয়ারচরের পিরোজপুর বাসস্ট্যান্ডে একটি মিষ্টির দোকানে চাকরি করেন। আর তামান্না কুলিয়ারচরের পশ্চিম জগৎচর গ্রামের অহিদ মিয়ার মেয়ে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। এর সূত্র ধরেই হুমায়ুন তার ওই রাতে স্ত্রীকে মেলায় যাওয়ার কথা বলে তামান্নাকে নিয়ে নিকলীর ওই হোটেলে উঠেছিলেন।

হোটেলকর্মী শায়লা আক্তার ও হুমায়ুন বুধবার দুপুরের আগে তামান্নাকে মুমূর্ষু অবস্থায় নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ হুমায়ুনকে আটক করে থানায় খবর দিলে পুলিশ হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের বাবা অহিদ মিয়া বাদী হয়ে হুমায়ুনকে একমাত্র আসামি করে বুধবার রাতেই নিকলী থানায় হত্যা মামলা করেন। 

নিকলী থানার ওসি মনসুর আরিফ জানান, গতকাল হুমায়ুনকে আদালতে সোপর্দ করা হলে তিনি বিচারকের কাছে গলায় ওড়না পেঁচিয়ে তামান্নাকে হত্যার বিবরণ দিয়েছেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

/এফআর/
সম্পর্কিত
বিশেষ অভিযানে মোহাম্মদপুরে ১৬ জন গ্রেফতার
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি জাফর 
পারভেজ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে টিনা
সর্বশেষ খবর
ভাঙ্গায় রাতের অন্ধকারে তিন জনকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু
ভাঙ্গায় রাতের অন্ধকারে তিন জনকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু
মানুষ দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন চাইলেও সরকার নীরব: রিজভী
মানুষ দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন চাইলেও সরকার নীরব: রিজভী
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়া ঘোড়া’
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়া ঘোড়া’
পিএসএলের সব ম্যাচ রাওয়ালপিন্ডিতে করার পরিকল্পনা
পিএসএলের সব ম্যাচ রাওয়ালপিন্ডিতে করার পরিকল্পনা
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ