X
সোমবার, ২৩ জুন ২০২৫
৯ আষাঢ় ১৪৩২

তামান্নাকে আবাসিক হোটেলে নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে হুমায়ুন

কিশোরগঞ্জ প্রতিনিধি
৩১ মার্চ ২০২৩, ১৬:১০আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৬:১৩

কিশোরগঞ্জের নিকলীর একটি আবাসিক হোটেলে গৃহবধূ তামান্না (২২) হত্যার মূল রহস্য উদ্ঘাটন হয়েছে। এই ঘটনায় ওই নারীর কথিত প্রেমিক হুমায়ুন (২৯) আদালতে হত্যার দায় স্বীকার করে ও ঘটনার বর্ণনা দিয়ে জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ আদালতের পরিদর্শক আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, তামান্নার গলায় ওড়না পেঁচিয়ে হত্যার কথা আদালতে স্বীকার করেছেন হুমায়ুন। বৃহস্পতিবার বিকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের খাস কামরায় ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়।

পুলিশের দেওয়া তথ্য মতে, হুমায়ুন জেলার কটিয়াদী উপজেলার চারিপাড়া গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে। তামান্না একই উপজেলার চরকাউনা এলাকার মোতালিব হোসেনের স্ত্রী। গত শনিবার (২৫ মার্চ) স্বামী-স্ত্রী পরিচয়ে নিকলী সদরের শিমুল কমপ্লেক্স ভবনের একাংশ ‘হাওর প্যারাডাইস’ নামে আবাসিক হোটেলের ৬০৯ নম্বর কক্ষটি ভাড়া নেন। বিবাহিত হুমায়ুন কুলিয়ারচরের পিরোজপুর বাসস্ট্যান্ডে একটি মিষ্টির দোকানে চাকরি করেন। আর তামান্না কুলিয়ারচরের পশ্চিম জগৎচর গ্রামের অহিদ মিয়ার মেয়ে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। এর সূত্র ধরেই হুমায়ুন তার ওই রাতে স্ত্রীকে মেলায় যাওয়ার কথা বলে তামান্নাকে নিয়ে নিকলীর ওই হোটেলে উঠেছিলেন।

হোটেলকর্মী শায়লা আক্তার ও হুমায়ুন বুধবার দুপুরের আগে তামান্নাকে মুমূর্ষু অবস্থায় নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ হুমায়ুনকে আটক করে থানায় খবর দিলে পুলিশ হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের বাবা অহিদ মিয়া বাদী হয়ে হুমায়ুনকে একমাত্র আসামি করে বুধবার রাতেই নিকলী থানায় হত্যা মামলা করেন। 

নিকলী থানার ওসি মনসুর আরিফ জানান, গতকাল হুমায়ুনকে আদালতে সোপর্দ করা হলে তিনি বিচারকের কাছে গলায় ওড়না পেঁচিয়ে তামান্নাকে হত্যার বিবরণ দিয়েছেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

/এফআর/
সম্পর্কিত
ভুতুড়ে মামলায় বারবার রিমান্ডে নিচ্ছেন কেন: শাজাহান খান 
দৌলতদিয়ায় দুই মামলার আসামিকে কুপিয়ে হত্যা
খিলগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধে যুবক নিহত
সর্বশেষ খবর
বেনাপোল কাস্টমস হাউজে কর্মকর্তাদের ফের ‘কলমবিরতি’
বেনাপোল কাস্টমস হাউজে কর্মকর্তাদের ফের ‘কলমবিরতি’
বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি
বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি
আজও শ্রম ভবনে অবরুদ্ধ কারখানা মালিক, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
আজও শ্রম ভবনে অবরুদ্ধ কারখানা মালিক, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
কাফনের কাপড় পরে এনবিআরে কলম বিরতি, চেয়ারম্যানের অপসারণ দাবি
কাফনের কাপড় পরে এনবিআরে কলম বিরতি, চেয়ারম্যানের অপসারণ দাবি
সর্বাধিক পঠিত
ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহে প্রস্তুত একাধিক দেশ: রাশিয়া
ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহে প্রস্তুত একাধিক দেশ: রাশিয়া
কর ফাঁকি: মৌসুমী-ফারিয়া-সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ
কর ফাঁকি: মৌসুমী-ফারিয়া-সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ
আমরণ অনশনের হুঁশিয়ারি আন্দোলনকারীদের, বৈঠক করবেন আসিফ নজরুল
আমরণ অনশনের হুঁশিয়ারি আন্দোলনকারীদের, বৈঠক করবেন আসিফ নজরুল
এক্সিম ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আখতার হোসেনের পদত্যাগ
এক্সিম ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আখতার হোসেনের পদত্যাগ
লালমনিরহাটে মহানবীকে কটূক্তির অভিযোগে সেলুনের কর্মী বাবা-ছেলে আটক
লালমনিরহাটে মহানবীকে কটূক্তির অভিযোগে সেলুনের কর্মী বাবা-ছেলে আটক