X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

মোবাইল ফোন চুরি করে আইএমইআই নম্বর পাল্টে বিক্রি করতেন তারা

ফরিদপুর প্রতিনিধি
২৭ মে ২০২৩, ২২:৪৯আপডেট : ২৭ মে ২০২৩, ২২:৪৯

ফরিদপুরের নগরকান্দায় মোবাইল ফোন চুরি করে আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রি করা সক্রিয় ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ মে) দুপুরে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন বিষয়টি নিশ্চিত করেন।

জেলা পুলিশ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরকান্দা থানা এলাকার গজারিয়া বাজারে কৃষ্ণপুর রোডে সুরমান শেখের মোবাইল সার্ভিসিংয়ের দোকানে দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল কেনাবেচা হচ্ছিল। দেশের বিভিন্ন এলাকা থেকে মোবাইল চুরি করে ওই দোকানে বিক্রি করে। সেখানে ডিভাইসের মাধ্যমে আইএমইআই নম্বর পরিবর্তন করে পরে তা বিক্রি করে দেয়।

এ সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল ও ওসি মো. মিরাজ হোসেনের নেতৃত্বে এসআই সেলিম মোল্লা ও এএসআই আজিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ওই দোকানে অভিযান চালায়। সেখান থেকে ছয় জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৮টি মোবাইল ফোন, তিনটি ল্যাপটপ ও চারটি মোবাইল সফটওয়ার ডিভাইস উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের উত্তর গুপিনাথপুর গ্রামের পিরু শেখের ছেলে সুরমান শেখ (৩৪), হারুন শেখের ছেলে রুহুল আমিন (২২), এনায়েত বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (২৪), সামু শেখের ছেলে শাহিন শেখ (১৮), আকতার শেখের ছেলে আল আমিন শেখ (২০) ও কৃষ্ণারডাঙ্গী গ্রামের মোকসেদ প্রামাণিকের ছেলে মেহেদী হাসান (১৯)।

ওসি মো. মিরাজ হোসেন জানান, তারা পুলিশের কাছে অভিযোগ স্বীকার করেছেন। ৪১৩ ধারায় একটি মামলা করা হয়েছে। আজ দুপুরে আদালতে পাঠানো হয়।

/এফআর/
সম্পর্কিত
শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে নবজাতক চুরি
বড়লেখায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেফতার ৬, চোরাই মালামাল উদ্ধার
শ্রীমঙ্গল খাদ্যগুদামের সরকারি কোয়ার্টারে তালা ভেঙে চুরি
সর্বশেষ খবর
টিএসসির কোলাহলের পাশেই নিজ রিকশায় চিরনিদ্রায় চালক
টিএসসির কোলাহলের পাশেই নিজ রিকশায় চিরনিদ্রায় চালক
ডাবের পানি কত দিন পর্যন্ত ভালো থাকে?
ডাবের পানি কত দিন পর্যন্ত ভালো থাকে?
পিআর পদ্ধতির উপযোগিতা পুনর্বিবেচনার আহ্বান তারেক রহমানের
পিআর পদ্ধতির উপযোগিতা পুনর্বিবেচনার আহ্বান তারেক রহমানের
চিন্ময় কৃষ্ণের নির্দেশ-উসকানিতে আইনজীবী আলিফকে হত্যা: আদালতে অভিযোগপত্র 
চিন্ময় কৃষ্ণের নির্দেশ-উসকানিতে আইনজীবী আলিফকে হত্যা: আদালতে অভিযোগপত্র 
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল