X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

মোবাইল ফোন চুরি করে আইএমইআই নম্বর পাল্টে বিক্রি করতেন তারা

ফরিদপুর প্রতিনিধি
২৭ মে ২০২৩, ২২:৪৯আপডেট : ২৭ মে ২০২৩, ২২:৪৯

ফরিদপুরের নগরকান্দায় মোবাইল ফোন চুরি করে আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রি করা সক্রিয় ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ মে) দুপুরে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন বিষয়টি নিশ্চিত করেন।

জেলা পুলিশ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরকান্দা থানা এলাকার গজারিয়া বাজারে কৃষ্ণপুর রোডে সুরমান শেখের মোবাইল সার্ভিসিংয়ের দোকানে দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল কেনাবেচা হচ্ছিল। দেশের বিভিন্ন এলাকা থেকে মোবাইল চুরি করে ওই দোকানে বিক্রি করে। সেখানে ডিভাইসের মাধ্যমে আইএমইআই নম্বর পরিবর্তন করে পরে তা বিক্রি করে দেয়।

এ সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল ও ওসি মো. মিরাজ হোসেনের নেতৃত্বে এসআই সেলিম মোল্লা ও এএসআই আজিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ওই দোকানে অভিযান চালায়। সেখান থেকে ছয় জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৮টি মোবাইল ফোন, তিনটি ল্যাপটপ ও চারটি মোবাইল সফটওয়ার ডিভাইস উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের উত্তর গুপিনাথপুর গ্রামের পিরু শেখের ছেলে সুরমান শেখ (৩৪), হারুন শেখের ছেলে রুহুল আমিন (২২), এনায়েত বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (২৪), সামু শেখের ছেলে শাহিন শেখ (১৮), আকতার শেখের ছেলে আল আমিন শেখ (২০) ও কৃষ্ণারডাঙ্গী গ্রামের মোকসেদ প্রামাণিকের ছেলে মেহেদী হাসান (১৯)।

ওসি মো. মিরাজ হোসেন জানান, তারা পুলিশের কাছে অভিযোগ স্বীকার করেছেন। ৪১৩ ধারায় একটি মামলা করা হয়েছে। আজ দুপুরে আদালতে পাঠানো হয়।

/এফআর/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ের হল থেকে ল্যাপটপ-মোবাইল চুরি, শঙ্কিত শিক্ষার্থীরা
চুরি-ছিনতাই হওয়া মোবাইল ফোন ফিরে পেলেন ৫০ জন
ছেলের ‘অপরাধে’ মাকে নির্যাতন, ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আইনমন্ত্রী
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আইনমন্ত্রী
১০ নম্বর মহাবিপদ সংকেত সত্ত্বেও ঝুঁকি নিয়ে খেয়া পারাপার
১০ নম্বর মহাবিপদ সংকেত সত্ত্বেও ঝুঁকি নিয়ে খেয়া পারাপার
চেজ ঝড়ের পর মোটির স্পিনে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়
চেজ ঝড়ের পর মোটির স্পিনে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
বেনজীরের বাঁচার উপায় কী
বেনজীরের বাঁচার উপায় কী
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান