X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

ঘুমন্ত অবস্থায় প্রবাসীকে গুলি করে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৪ জুন ২০২৩, ১১:২৫আপডেট : ১৪ জুন ২০২৩, ১১:৫০

মুন্সীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে শ্যামল বেপারী (৩৮) নামের এক প্রবাসীকে ঘুমন্ত অবস্থায় গুলি করে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ জুন) রাত ২টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্বরাখি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শ্যামল ওই গ্রামের মৃত আব্দুল গনি বেপারীর ছেলে। তিনি দীর্ঘদিন মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। ছয় মাস আগে তিনি দেশে এসেছেন বলে জানা গেছে।

নিহতের স্বজনরা অভিযোগ করে জানান, মঙ্গলবার রাতে নিজ বসতঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় একই গ্রামের শাহাদাত বেপারী, ইব্রাহিম বেপারী ও মহিউদ্দিন বেপারীসহ আরও বেশ কয়েকজন মিলে তার উপর হামলা চালায়। এ সময় তারা শ্যামলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ও গুলি করে। স্থানীয়রা তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে জানান।

নিহতের বড় ভাই সোহাগ বলেন, ‘শাহাদাত বেপারী, ইব্রাহিমসহ কয়েকজন তিন মাস আগে আমার আরেক ভাইকে মারধর করেছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়। রাতে তারা পরিকল্পিতভাবে আমার ছোট ভাইয়ের উপর হামলা চালায়। ঘুমন্ত অবস্থায় আমার ভাইকে তারা গুলি ও কুপিয়ে হত্যা করেছে।’

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শৈবাল বসাক জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও গুলির চিহ্ন রয়েছে।

শিলই ইউনিয়ন পরিযদের চেয়ারম্যান পারভেজ মির্ধা বাংলা ট্রিবিউনকে বলেন, জমি নিয়ে বিরোধে শাহাদাত বেপারীর বাহিনীরা পূর্ব পরিকল্পিতভাবে শ্যামল বেপারীকে গুলি করে ও কুপিয়ে আহত করে। 

মুন্সীগঞ্জ সদর সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার) থান্ডার খায়রুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তরা পালিয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

/আরআর/
সম্পর্কিত
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
শেওড়াপাড়ায় দুই বোন খুন: সিসিটিভিতে ধরা পড়া ব্যক্তিকে খুঁজছে পুলিশ
চোর সন্দেহে পিটুনিতে যুবককে হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
ছাত্রলীগের আরেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার
ছাত্রলীগের আরেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার
ছুরিকাঘাতে যুবককে হত্যা, দাফনের পর অভিযুক্ত তিন জনের বাড়িতে আগুন
ছুরিকাঘাতে যুবককে হত্যা, দাফনের পর অভিযুক্ত তিন জনের বাড়িতে আগুন
খুলনায় মহিলা আ.লীগ নেত্রী গ্রেফতার
খুলনায় মহিলা আ.লীগ নেত্রী গ্রেফতার
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবি পার্টির অভিনন্দন
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবি পার্টির অভিনন্দন
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি