X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

দুই মেয়ে ও ৪ নাতি-নাতনিকে নিয়ে বাড়ি ফিরছিলেন তাসলিমা, এখন কেউই বেঁচে নেই

বিমান সিকদার ও রফিকুল ইসলাম
২৪ জুন ২০২৩, ১৮:৫৫আপডেট : ২৫ জুন ২০২৩, ১৫:৩৪

হৃদরোগের চিকিৎসার জন্য এক মাস আগে ঢাকায় যান ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ফেলাননগর গ্রামের আজিজার শেখের স্ত্রী তাসলিমা বেগম (৫৫)। রাজধানীতে এক মাস চিকিৎসা নিয়ে শনিবার (২৪ জুন) দুই মেয়ে ও চার নাতি-নাতনিকে নিয়ে অ্যাম্বুলেন্সে বাড়ি ফিরছিলেন। তবে রোগে নয়, ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মহাসড়কে (এক্সপ্রেসওয়ে) দুর্ঘটনায় প্রাণ দিতে হলো এই নারীকে। সঙ্গে তার দুই মেয়ে ও চার নাতি-নাতনিকেও নির্মম মৃত্যুর মিছিলে যোগ দিতে হয়েছে। এদিকে, ঢাকায় নেওয়ার পথে প্রাণ হারান একই দুর্ঘটনায় আহত চালক। সবমিলিয়ে অ্যাম্বুলেন্সে আগুন লেগে মোট আট জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- তাছলিমার মেয়ে কমলা পারভিন (২৬) ও বিউটি বেগম (২৪), নাতি হাসিব (৮), আরিফ (১২) মেহেদি (১২) ও নাতনি হাফসা (২)। এর মধ্যে কমলা ঢাকায় বসবাস করতেন। তার স্বামীর নাম আলমগীর বিদ্যুতে চাকরি করেন। হাফসা, হাসিব ও আরিফ এই দম্পতির সন্তান। বিউটি উপজেলার শেখর ইউনিয়নের মাইটকুমরা গ্রামের মাহমুদ ইসলাম রনির স্ত্রী। মেহেদি তাদের সন্তান।

বাড়িতে স্বজনদের আহাজারি

নিহত অন্যজন হলেন, অ্যাম্বুলেন্স চালক মৃদুল মালো (২৫)। তিনি ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকার তকি মোল্লা সড়কের সুভাষ চন্দ্র মালোর ছেলে। তাকে আহত অবস্থায় প্রথমে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়। ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।

তাসলিমার চাচা আব্দুল হামিদ শেখ বলেন, ‘আমার ভাতিজি অসুস্থ ছিল। ঢাকায় তার চিকিৎসা শেষে গ্রামের বাড়িতে ফিরছিল। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। তাসলিমার সঙ্গে তার দুই মেয়ে ও নাতি-নাতনিরা ছিল- তারা সবাই মারা গেছে।’

শনিবার (২৪ জুন) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র নিশ্চিত করেছে, ঢাকা থেকে ছেড়ে আসা অ্যাম্বুলেন্সটি মালিগ্রাম এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের রেলিংয়ে ধাক্কা লেগে আগুন ধরে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে চালক ছাড়া ভেতরে থাকা কেউ বের হতে পারেনি। সবাই পুড়ে মারা যান

=

এই ঘটনায় ওই এক্সপ্রেসওয়েতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর্যন্ত যান চলাচল স্থবির ছিল। এর মধ্যে সংযোগ সড়ক দিয়ে কিছু যানবাহন চলাচলের ব্যবস্থা করে হাইওয়ে পুলিশ। দুপুর দেড়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী মো. মিন্টু বলেন, ‘আমরা ওই সময় ব্রিজের নিচে ছিলাম। এক্সপ্রেসওয়ের ব্রিজে ওঠার আগেই গাড়িটির চাকা ব্রাস্ট হয়ে যায়। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা লেগে ঘুরে যায়। এরপরই আগুন ধরে। চালক সামনের ভাঙা দরজা দিয়ে বের হয়ে আসেন। কিন্তু অন্যরা ভেতরে আটকা পড়েন। মুহূর্তেই পুরো গাড়ি পুড়ে যায়। গাড়ির কাছে আগুনের তাপে যাওয়া যায়নি।’

ফায়ার সার্ভিস ভাঙ্গা স্টেশনের ইনচার্জ আবু জাফর বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে আসি। তখন গাড়িটি জ্বলছিল। ভেতরেই নারী-শিশুসহ সাত জন মারা গেছে। গাড়িটির সামনের অংশে আগুন ধরেছিল। রেলিংয়ে ধাক্কা লেগেই আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হলে ভেতর থেকে সাত জনের লাশ উদ্ধার করা হয়।’

হাইওয়ে পুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মাহবুব আলম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায়। চালকের পাশের জানালাটি খোলা ছিল। এ ছাড়া সব জানালা আটকানো ছিল। চালক রক্তাক্ত অবস্থায় বের হয়ে এলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অন্যরা কেউ বের হতে পারেননি।’

জেলা পুলিশ সুপার শাহজাহান বলেন, ‘লাশ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতদের স্বজনদের হাতে লাশ তুলে দেওয়া হবে।’

জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, ‘ দাফনের প্রত্যেককে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিআরটিএ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও কমিটিতে রয়েছেন। দুই দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
পাকিস্তানে বৃষ্টিতে মৃত্যু ২২
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে প্রায় সাড়ে ৩৪ হাজার
দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত
সর্বশেষ খবর
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ