X
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
৩ আষাঢ় ১৪৩২

এক ঘণ্টা ১৩ মিনিটে কমলাপুর থেকে পদ্মা সেতুতে ট্রেন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪১আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:০৬

পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকা থেকে প্রথমবারের মতো পরীক্ষামূলক ট্রেন গেলো ফরিদপুরের ভাঙ্গার দিকে। এই গৌরবে উচ্ছ্বসিত পদ্মা পাড়ের মানুষ।

পরীক্ষামূলক ট্রেনটি বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসার কথা থাকলেও প্রায় এক ঘণ্টা দেরিতে ১০টা ৭ মিনিটে ছাড়ে। বেলা ১১টা ২০ মিনিটের দিকে মুন্সীগঞ্জের মাওয়া রেল স্টেশন অতিক্রম করে। এ সময় অপেক্ষমাণ উচ্ছ্বসিত মানুষ হাত নেড়ে ট্রেনটিকে স্বাগত জানান।

পদ্মা সেতু রেল সংযোগের প্রকল্প ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ জামিউল ইসলাম জানান, পরীক্ষামূলক ট্রেনটি সকাল ১০টা ৭ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসে। বেলা ১১টা ২০ মিনিটে মুন্সীগঞ্জের মাওয়া রেল স্টেশন অতিক্রম করে।

ট্রেনটি কমলাপুর থেকে ছাড়ার সময় বিপুলসংখ্যক মানুষ রেললাইনের দুই পাশে দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গা রেলস্টেশনে যাবে যাত্রীবাহী এই ট্রেন। ট্রেনটি আবার ভাঙ্গা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ফিরে আসবে।

এক ঘণ্টা ১৩ মিনিটে কমলাপুর থেকে পদ্মা সেতুতে ট্রেন

কমলাপুর স্টেশন থেকে পরীক্ষামূলক ট্রেনে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, আজ পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রেলপথে পরীক্ষামূলকভাবে ট্রেন চলবে। এতে দক্ষিণাঞ্চলের মানুষের জন্য এই রেল যোগাযোগ যুগান্তকারী পরিবর্তন আসবে। ঢাকা-ভাঙ্গা রেল যোগাযোগ উদ্বোধনের পরে যোগাযোগব্যবস্থায় পরিবর্তন আসবে। এর সুফল সারা দেশের মানুষ পাবে।

ট্রেনের চালক মো. আবুল কাশেম অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই এই মেগা প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য। আমি এর আগেও প্রথম ট্রায়ালে ছিলাম। আজ অফিশিয়ালি ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গায় পরীক্ষামূলকভাবে ট্রেন চালু হচ্ছে। ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগব্যবস্থার নতুন ধার উন্মোচিত হচ্ছে।

জানা গেছে, আগামী ১০ অক্টোবর নতুন এই রুটে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের ট্রেনে চড়ে রাজধানীতে আসা-যাওয়ার বহুল কাঙ্ক্ষিত স্বপ্ন খুব সহজেই পূরণ হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
এবার ঈদে পদ্মা ও যমুনা সেতুতে ৬০ কোটি টাকার টোল আদায়
পদ্মা সেতু দিয়ে বেড়েছে যান চলাচল, যানজট নেই
ঈদের ছুটির শেষ দিনে কমলাপুরে ভিড়, ট্রেনের শিডিউল বিপর্যয়
সর্বশেষ খবর
চাঁদপুরে ১৮০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ
চাঁদপুরে ১৮০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ
আফতাবুলের ৩৩ কোটি টাকা অবরুদ্ধের আদেশ
আফতাবুলের ৩৩ কোটি টাকা অবরুদ্ধের আদেশ
কিয়েভসহ একাধিক ইউক্রেনীয় শহরে রাশিয়ার হামলা, নিহত ১৫
কিয়েভসহ একাধিক ইউক্রেনীয় শহরে রাশিয়ার হামলা, নিহত ১৫
নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
শপথের সুযোগ নেই, পরিপক্ব আচরণ প্রত্যাশা করি: আসিফ মাহমুদ
শপথের সুযোগ নেই, পরিপক্ব আচরণ প্রত্যাশা করি: আসিফ মাহমুদ
ম্যাক্রোঁকে আক্রমণ ট্রাম্পের, বললেন যুদ্ধবিরতি নয়, বড় কিছু ঘটছে
ম্যাক্রোঁকে আক্রমণ ট্রাম্পের, বললেন যুদ্ধবিরতি নয়, বড় কিছু ঘটছে
জয়ের পথে ইসরায়েল: নেতানিয়াহু
জয়ের পথে ইসরায়েল: নেতানিয়াহু
রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করবে কবে
রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করবে কবে
হিমাগারে আলু সংরক্ষণের মূল্য নিয়ে দ্বন্দ্বের অবসান, ভাড়া নির্ধারণ
হিমাগারে আলু সংরক্ষণের মূল্য নিয়ে দ্বন্দ্বের অবসান, ভাড়া নির্ধারণ