X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

ঢাকা-আরিচা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ-র‍্যাব

সাভার প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৩, ১৭:৪২আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১৭:৪২

২৮ অক্টোবর সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখ ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে র‍্যাব ও পুলিশ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় অভিযান শুরু করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, আগামী ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশকে কেন্দ্র করে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি কেউ যেন সৃষ্টি করতে না পারে সে জন্য মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে একটি চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম শুরু করা হয়। ওই চেকপোস্ট একাধিক পুলিশ ঢাকাগামী বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও সন্দেহ হলে তাদের সঙ্গে থাকা ব্যাগপত্র তল্লাশি করছে। এ ছাড়াও ঢাকাগামী দূরপাল্লার বিভিন্ন যাত্রীবাহী বাস, গণপরিবহন, প্রাইভেটকার, হায়েস মাইক্রোবাস, মোটরসাইকেল থামিয়ে বিভিন্ন যাত্রীদের কাছে তাদের গন্তব্য, কোথায় থেকে আসছে, পেশা এসব প্রশ্ন করা হচ্ছে।

সন্দেহ হলে যাত্রীদের পরিচয়পত্র চেকের পাশাপাশি সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করতে দেখা গেছে। এতে আমিনবাজার এলাকার ঢাকাগামী লেনে যানবাহন চলাচলে কিছুটা ধীরগতি দেখা দিলেও আরিচাগামী লেনে স্বাভাবিক রয়েছে।

অন্যদিকে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকাগামী লেনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শুরু করেছে র‍্যাব। এ সময় তাদের সঙ্গে ট্রাফিক পুলিশের বেশ কিছু সদস্য উপস্থিত ছিলেন।

র‍্যাব-৪ সিপিসি-২ এর স্কোয়াড কমান্ডার এএসপি সাজ্জাদুর রহমান বলেন, এটি তাদের নিয়মিত অভিযানের একটি অংশ। যানবাহন থামিয়ে চালকের লাইসেন্স ও গাড়ির ফিটনেস আছে কি না দেখা হচ্ছে। এ ছাড়াও লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শহিদুল ইসলাম বলেন, ২৮ তারিখে যেহেতু রাজধানীতে বড় দুটি রাজনৈতিক দলের (আওয়ামী লীগ বিএনপি) সমাবেশ রয়েছে, সেখানে গিয়ে কেউ যাতে কোনও নাশকতা কিংবা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেটি নিশ্চিত করতেই পুলিশের এই চেকপোস্ট কার্যক্রম চলছে। এটি নিয়মিত অভিযানের একটি অংশ।

/এফআর/
সম্পর্কিত
রামপুরায় রিকশাচালকের রহস্যজনক মৃত্যু
‘নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম শক্ত হাতে দমন করা হবে’
শেওড়াপাড়ায় দুই বোন খুন: সিসিটিভিতে ধরা পড়া ব্যক্তিকে খুঁজছে পুলিশ
সর্বশেষ খবর
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
আমের এই আচার বানিয়ে ফেলা যায় তেল ছাড়াই
আমের এই আচার বানিয়ে ফেলা যায় তেল ছাড়াই
২০২২ সালের খসড়া চুক্তিকে কেন্দ্র করে শান্তি আলোচনা চায় রাশিয়া
২০২২ সালের খসড়া চুক্তিকে কেন্দ্র করে শান্তি আলোচনা চায় রাশিয়া
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ