X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

বিয়েতে নিয়ে যাওয়ার কথা বলে শিশুকে হত্যা, মা-মেয়ে আটক

গাজীপুর প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৩, ১৭:২৯আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১৭:৩২

‘ইরিনা (৫) মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে আমার কাছে এসে বলে তাকে সাজিয়ে দেওয়ার জন্য। সে তার মায়ের সঙ্গে বিয়েতে যাবে। ওই দিন মাগরিবের আজানের আগে আমার কাছে আসলে আমি তাকে সাজিয়ে দিই। পরে তাকে এগিয়ে দেওয়ার জন্য বলে এবং তার চাচা বাড়ির পাশেই রাস্তায় এসে দাঁড়িয়ে থাকবে। পরে সে রাস্তায় গেলে একটি গাড়ি (মাইক্রোবাস) এসে তাকে (ইরিনা) নাম ধরে ডাক দিলে সেও “কাকা” বলে সাড়া দেয় এবং ওই গাড়িতে ওঠে।’

‘গাড়িতে থাকা কাউকে তুমি চিনতে পেরেছো? মনে হয় একজনকে আমি কোথায় যেন দেখেছি। পরে তার (ইরিনা) মাকে আমি বলেছি, আন্টি আপনার মেয়েকে কে যেন নিয়ে গেছে। ওর চাচা, নাম রাসেল। পরে তার মা কিছুই বলেনি। আমাকে তার (ইরিনা) মা তাদের বাসায় রেখে দেয়। আসতে দেয়নি। তারা বলে আমি ইরিনাকে বিক্রি করে দিয়েছি।’ কথাগুলো বলেছেন ইরিনাকে সাজিয়ে দেওয়া সামিয়া আক্তার (১৫)।

মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ইরিনা নিখোঁজ হয়। সে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের আসাদ মিয়ার মেয়ে। মা-বাবার সঙ্গে ইরিনা শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চন্নাপাড়া এলাকার রুবেল মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম এসব তথ্য জানান। সামিয়া আক্তার (১৫) সিরাজগঞ্জের আবু বকরের মেয়ে। সে তার মায়ের সঙ্গে শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চন্নাপাড়া এলাকার সাহাব উদ্দিন ভুট্টোর বাড়িতে ভাড়া থাকে। তার বাবা ইট-বালুর ব্যবসা করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম জানান, শিশু ইরিনার বাবা মঙ্গলবার শ্রীপুর থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। জিডির পরিপ্রেক্ষিতে তদন্ত করে পেয়ারা বেগমের (৪০) ভাড়া ঘরের খাটের নিচ থেকে শিশু ইরিনার লাশ উদ্ধার করা হয়। এ সময় শিশুটির মুখে স্কচটেপ পেঁচানো হাত-পা বাঁধা অবস্থায় ছিল এবং গলায় কাটা দাগ ছিল। এ ঘটনায় বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় শ্রীপুর থানা পুলিশ সামিয়া আক্তার ও তার মা পেয়ারা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

তদন্তের স্বার্থে পুলিশ এ বিষয়ে আর কোনও তথ্য দিতে চায়নি। বুধবার শিশুর বাবা আসাদ মিয়া অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে একটি অপহরণ মামলা (নং-৪) করেন।

নিহত শিশু ইরিনার বাবা আসাদ মিয়া জানান, মঙ্গলবার বিকালে প্রতিবেশী দুই মেয়ে বাসা থেকে বিয়ে বাড়িতে যাওয়ার কথা বলে ইরিনাকে নিয়ে যায়। এ সময় শিশু ইরিনার গলায় স্বর্ণের চেইন, কানের দুল ছিল। রাত হয়ে গেলেও মেয়ে বাসায় না আসায় সম্ভাব্য সকল স্থানে খুঁজতে থাকে। মেয়ের সন্ধান না পেয়ে ওই রাতেই থানায় জিডি করেন। ওই রাতেই পুলিশ তদন্তে আসলে তাদের সন্দেহভাজন দুজনের কথা বলা হয়। পরে পুলিশ ওই দুজনের বাড়ির একটি কক্ষের খাটের নিচ থেকে শিশু ইরিনার লাশ উদ্ধার করে। মেয়ের গলার স্বর্ণের চেইন এবং কানের দুল আত্মসাৎ করার জন্যই তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন শিশুর বাবা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
লঞ্চে তরুণীদের মারধরের ঘটনায় মামলা, আসামি সেই যুবকসহ ২৫ জন
২৪ ঘণ্টায় চান্দগাঁও থানা এলাকা থেকে ২৩ জন গ্রেফতার
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী গ্রেফতার
সর্বশেষ খবর
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
আমের এই আচার বানিয়ে ফেলা যায় তেল ছাড়াই
আমের এই আচার বানিয়ে ফেলা যায় তেল ছাড়াই
২০২২ সালের খসড়া চুক্তিকে কেন্দ্র করে শান্তি আলোচনা চায় রাশিয়া
২০২২ সালের খসড়া চুক্তিকে কেন্দ্র করে শান্তি আলোচনা চায় রাশিয়া
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ