টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় তিন সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পাকশি বিভাগের মহাব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ। তিনি বলেন, ‘ঘটনার কারণ ও জড়িতদের চিহ্নিত করতে বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনোয়ার হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
এর আগে বুধবার দিবাগত পৌনে রাত ৩টার দিকে ঘারিন্দা রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ট্রেনের দুটি বগি সম্পূর্ণ ও একটি বগির আংশিক পুড়ে যায়।
সকালে রেলওয়ে পাকশি বিভাগের মহাব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, ‘প্রাথমিকভাবে এটি নাশকতা বলে মনে হচ্ছে। তবু তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’
পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘নাশকতার উদ্দেশ্যে কমিউটার ট্রেনটিতে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করছি। এ ঘটনায় রেলওয়ে পুলিশ মামলা করবে। ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।’