X
শুক্রবার, ১৩ জুন ২০২৫
৩০ জ্যৈষ্ঠ ১৪৩২

১৫ ঘণ্টা পর কিশোরগঞ্জ-ঢাকা রেল যোগাযোগ স্বাভাবিক

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৩, ১২:৪১আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১২:৪১

কটিয়াদী উপজেলার গচিহাটা স্টেশনে লাইনচ্যুত কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন ও তিনটি বগিকে উদ্ধার শেষে প্রায় ১৫ ঘণ্টা পর কিশোরগঞ্জ-ঢাকা রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রবিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১০টার দিকে ময়মনসিংহের ঈশ্বরদী ও ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে সকাল ৭টা পর্যন্ত কাজ শেষ করে সাড়ে ৭টা থেকে লাইন ক্লিয়ার করা হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে দীর্ঘ সময় রেল যোগাযোগ বন্ধ থাকায় ময়মনসিংহের উদ্দেশে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি সরারচর স্টেশনে নিয়ে ইঞ্জিন ঘুরিয়ে রাতেই চট্টগ্রামের দিকে যাত্রা করেছে। আর এগারসিন্দুর প্রভাতি ট্রেনটি ঢাকা থেকে এসে কটিয়াদি উপজেলার মানিকখালী স্টেশনে রাতে যাত্রাবিরতি করে। পরে সকালে সেখান থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ ছাড়া দুর্ঘটনাকবলিত কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিও বিকাল ৪টায় কিশোরগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। বর্তমানে ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশনে অবস্থান করছে।

প্রসঙ্গত, শনিবার (২৫ নভেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদীর গচিহাটা স্টেশনে প্রবেশের সময় কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি পয়েন্ট ভুলে দাঁড়িয়ে থাকা ময়মনসিংহের উদ্দেশে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনে ওঠে যায়। তখন চালক দ্রুত ব্রেক কষলে কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় দুই ট্রেনের বহু যাত্রী ভোগান্তিতে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদের ফিরতি যাত্রার চতুর্থ দিনকমলাপুরে উপচে পড়া ভিড়, মাইকিং করেও মাস্ক পরানো যাচ্ছে না
ট্রেনের ফিরতি যাত্রায় স্বস্তি, নেই শিডিউল বিপর্যয়
কমলাপুরে ট্রেনে ফিরতি যাত্রীদের ঢল, নেই স্বাস্থ্যবিধির বালাই
সর্বশেষ খবর
‘একটা দলকে খুশি করতে বাংলাদেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে’
‘একটা দলকে খুশি করতে বাংলাদেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে’
নিখোঁজের ২ দিন পরে যমুনায় ভেসে উঠলো কলেজশিক্ষার্থীর মরদেহ
নিখোঁজের ২ দিন পরে যমুনায় ভেসে উঠলো কলেজশিক্ষার্থীর মরদেহ
ইসরায়েলি হামলায় ইরানে নিহত অন্তত ৭৮, আহত শতাধিক
ইসরায়েলি হামলায় ইরানে নিহত অন্তত ৭৮, আহত শতাধিক
পদক জেতার লক্ষ্যে সিঙ্গাপুরে যাচ্ছেন ১১ আর্চার
পদক জেতার লক্ষ্যে সিঙ্গাপুরে যাচ্ছেন ১১ আর্চার
সর্বাধিক পঠিত
নিহতদের পরিবারকে এক কোটি রুপি করে দেবে টাটা গ্রুপ
নিহতদের পরিবারকে এক কোটি রুপি করে দেবে টাটা গ্রুপ
নিজ এলাকায় অবরুদ্ধ নুর, সেনাবাহিনী যাওয়ার পর ফিরলেন ডাকবাংলোয়
নিজ এলাকায় অবরুদ্ধ নুর, সেনাবাহিনী যাওয়ার পর ফিরলেন ডাকবাংলোয়
টিউলিপ সিদ্দিকের সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ড. ইউনূস: বিবিসি
টিউলিপ সিদ্দিকের সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ড. ইউনূস: বিবিসি
আলাপের আগে যে আলাপ হলো ড. ইউনূস-তারেকের মাঝে
আলাপের আগে যে আলাপ হলো ড. ইউনূস-তারেকের মাঝে
ইরানের পারমাণবিক অবকাঠামোতে ইসরায়েলি হামলার বৈশ্বিক প্রতিক্রিয়া
ইরানের পারমাণবিক অবকাঠামোতে ইসরায়েলি হামলার বৈশ্বিক প্রতিক্রিয়া