X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

ষষ্ঠবারের মতো নৌকা পেলেন কাজী কেরামত ও জিল্লুল হাকিম

রাজবাড়ী প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৩, ১৯:০৬আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১৯:০৬

রাজবাড়ী-১ আসনে ষষ্ঠবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এবং রাজবাড়ী-২ আসনে বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। এরমধ্যে কেরামত আলী পাঁচবারের এবং জিল্লুল হাকিম চারবারের সংসদ সদস্য।

রবিবার (২৬ নভেম্বর) বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিকাল সোয়া ৪টার দিকে নাম ঘোষণা শুরু করেন তিনি। কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন ছাড়া বাকি ২৯৮টি আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, নৌকা প্রতীকে পাঁচবার নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেছেন কেরামত আলী। রাজবাড়ী-১ আসনে ১৯৯৩ সালে উপনির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এর ধারাবাহিকতায় ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য হন। পাঁচবারের এই সংসদ সদস্য ২০১৮ সালে শিক্ষা প্রতিমন্ত্রী (মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ) হিসেবে দায়িত্ব পান। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন আওয়ামী লীগের এই পরীক্ষিত প্রার্থী।

অপরদিকে, রাজবাড়ী-২ আসনের বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম ১৯৯৬ সাল থেকে ২০১৮ পর্যন্ত পাঁচবার নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে চারবার বিজয়ী হয়েছেন। ১৯৯৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে হেরেছেন তিনি। এরপর ২০০৮, ২০১৪, ২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন। আগামী নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়বেন আওয়ামী লীগের এই প্রার্থী।

এবার রাজবাড়ীর এই দুটি আসনে ১৫ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এর মধ্যে রাজবাড়ী-১ আসনে আট জন এবং রাজবাড়ী-২ আসনে সাত জন।

/এএম/
সম্পর্কিত
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
সব দলকে ডেকে আলোচনার টেবিলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেতো: এ্যানি
বন্ধ করা হবে আওয়ামী লীগসংশ্লিষ্ট সব অনলাইন পেজ
সর্বশেষ খবর
২০২২ সালের খসড়া চুক্তিকে কেন্দ্র করে শান্তি আলোচনা চায় রাশিয়া
২০২২ সালের খসড়া চুক্তিকে কেন্দ্র করে শান্তি আলোচনা চায় রাশিয়া
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
সাবেক এমপি শামীমা কারাগারে
সাবেক এমপি শামীমা কারাগারে
জাতীয় কারাতে প্রতিযোগিতায় খেলোয়াড়-সমর্থকদের সংঘর্ষে আহত ৩
জাতীয় কারাতে প্রতিযোগিতায় খেলোয়াড়-সমর্থকদের সংঘর্ষে আহত ৩
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ