মুন্সীগঞ্জে ড্রাইভিং প্রশিক্ষণ কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কাওসার আহমেদ (২৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। তাদের অবস্থা গুরুতর।
সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালি ইউনিয়নের তালেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাওসার জেলা সদরের মহাকালি ইউনিয়নের কাতলাপাড়া গ্রামের কামাল ঢালীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই কারটি প্রশিক্ষণার্থীদের নিয়ে তালেশ্বর থেকে মুন্সীগঞ্জের কাটাখালির দিকে আসছিল। পথে তালেশ্বর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে চালকসহ আহত হন চার জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. কালাম প্রধান বলেন, ‘গুরুতর অবস্থায় ওই চার জনকে হাসপাতালে আনা হলে একজনকে মৃত ঘোষণা করা হয়। অপর তিন জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’