X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

‘বিজয়ী হলে পোশাকশ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণ করবো’

সাভার প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২৩, ১৯:৫৯আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ২০:৩১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম। তার প্রতীক ট্রাক। ভোটকে সামনে রেখে গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। ভোটারদের আস্থা অর্জনের জন্য দিচ্ছেন বিভিন্ন আশ্বাস। নিজ এলাকায় বিভিন্ন উন্নয়নকাজের প্রতিশ্রুতি দিচ্ছেন। এর অংশ হিসেবে এমপি নির্বাচিত হলে ১০টি উন্নয়নকাজ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। জয়ের ব্যাপারে আশাবাদী এই প্রার্থী।

সাইফুল ইসলামের ১০ প্রতিশ্রুতি

১. সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত সাভার-আশুলিয়া গড়া।

২. এলাকার সব সড়ক ও ড্রেন আরসিসি ঢালাই এবং অবকাঠামো নির্মাণ।

৩. ধর্মীয় উপাসনালয়গুলোর উন্নয়ন ও সংস্কার।

৪. পোশাকশ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণ ও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা।

৫. মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়ার উদ্যোগ গ্রহণ ও তাদের জন্য পৃথক কবরস্থান নির্মাণ।

সাইফুল ইসলামের ১০ প্রতিশ্রুতি

৬. নির্বাচনি এলাকা শিল্পাঞ্চল হওয়ায় পোশাকশ্রমিকদের জন্য পৃথক কবরস্থান নির্মাণ।

৭. ক্লিন অ্যান্ড গ্রিন সাভার গড়ে তোলা।

৮. নির্বাচনি এলাকায় অবৈধভাবে দখল করা সরকারি খাল ও নদী দখলমুক্ত করা।

৯. পরিকল্পিত নগর ও মডেল সাভার গড়ে তোলা।

১০. সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা নিশ্চিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ।

সাভারের ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন মুহাম্মদ সাইফুল ইসলাম। এবারের সংসদ নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান থেকে পদত্যাগ করেন। আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পাশাপাশি সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম বলেন, ‘ইতোমধ্যে আমার এলাকায় ট্রাক প্রতীকের গণজোয়ার সৃষ্টি হয়েছে। আশা করছি, বিজয়ী হবো। এমপি নির্বাচিত হলে ভোটারদের দেওয়া এই ১০ প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো।’

/এএম/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ ছাত্রী সাভারে উদ্ধার
আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন: প্রেস সচিব
অচিরেই দেশের সব ইসলামী শক্তির মধ্যে সমঝোতা হতে যাচ্ছে: জামায়াত সেক্রেটারি
সর্বশেষ খবর
গণতান্ত্রিক ছাত্র জোট থেকে বেরিয়ে গেলো ছাত্র ফেডারেশন
গণতান্ত্রিক ছাত্র জোট থেকে বেরিয়ে গেলো ছাত্র ফেডারেশন
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
আলকারেজের কষ্টের জয়, বিদায় মেদভেদেভের 
আলকারেজের কষ্টের জয়, বিদায় মেদভেদেভের 
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি