X
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
১০ আষাঢ় ১৪৩২

‘চিকিৎসা খরচে বিদেশে যাচ্ছে বছরে ৬০ হাজার কোটি টাকা’

মানিকগঞ্জ প্রতিনিধি
০৯ মার্চ ২০২৪, ২০:০৪আপডেট : ০৯ মার্চ ২০২৪, ২০:০৪

মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশের মানুষ দেশেই সেবা নিক, এটাই আমাদের চাওয়া। দেশের মানুষ বিদেশে চিকিৎসা করাতে যাওয়ায় বছরে ৬০ হাজার কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে। যা স্বাস্থ্য খাতের বাজেটের চেয়ে ২০ হাজার কোটি বেশি। অথচ স্বাস্থ্য খাতে বাজেট ৪০ হাজার কোটি টাকা। বিদেশে যাওয়া টাকাটা দেশে থাকুক; উন্নয়নকাজে ব্যয় হোক, এটাই চাওয়া আমাদের।’

শনিবার (০৯ মার্চ) দুপুরে সাটুরিয়া উপজেলার ধানকোড়া সাহেবপাড়া এলাকায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমানের বাবা আনসার আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। 

আওয়ামী লীগ সমালোচনায় কোনও বিষয়ে পিছপা হয় না উল্লেখ করে জাহিদ মালেক বলেন, ‘কে কী বললো আমরা ভাবি না, কাজে ও দায়িত্ব পালনে বিশ্বাসী। করোনার সময় কাজ করেছি। দেশের মানুষকে সেবা দিয়েছি। অনেক সমালোচনা হয়েছে। কিন্তু পিছ না হইনি। সর্বোচ্চ টিকা দিয়েছি; যা পৃথিবীর কোনও দেশ দিতে পারেনি। ফলে এত ঘনত্বের দেশ বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে কম মৃত্যু হয়েছে। দেশে ১৫ হাজার চিকিৎসক থেকে ৩৫ হাজারে উন্নীত হয়েছে, ১৮ হাজার নার্স থেকে ৪৫ হাজার নার্স হয়েছে। স্বাস্থ্যসেবার মান বেড়েছে। হাসপাতালের বেড ৪০-৫০ হাজার থেকে বেড়ে ৭৫ হাজার হয়েছে।’ 

চিকিৎসা ব্যবস্থায় মানুষের আস্থার প্রয়োজন আছে জানিয়ে তিনি আরও বলেন, ‘আস্থার জায়গা হারালে চলবে না। মানুষের আস্থা ধরে রাখতে হবে। আমাদের হাসপাতালগুলোতে প্রতিনিয়ত তদারকি জোরদার করতে হবে। হাসপাতাল বন্ধ করা সব সমস্যার সমাধান এনে দেবে না। যারা অন্যায় করবে তাদের শাস্তি পেতে হবে। আমরা চাই যাতে শাস্তি দিতে না হয়। আস্থার জায়গাটা বাড়ুক।’

ডা. লুৎফর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, জেলা সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা ইসলাম ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
বরগুনায় ডেঙ্গুর ভয়াবহ রূপ, আতঙ্কে রোগী-স্বজনরা
বরিশাল বিভাগে ডেঙ্গু রোগী বেশি, বরগুনায় চিকিৎসা দিতে হিমশিম
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৪ জুন, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৪ জুন, ২০২৫)
সাবেক সিইসিকে হেনস্তার ঘটনায় ব্লাস্টের উদ্বেগ
সাবেক সিইসিকে হেনস্তার ঘটনায় ব্লাস্টের উদ্বেগ
আইএমএফের ১৩০ কোটি ডলার একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ, ২৬ জুন রিজার্ভে জমা
আইএমএফের ১৩০ কোটি ডলার একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ, ২৬ জুন রিজার্ভে জমা
বগুড়ায় বিএনপির কার্যালয়ে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার
বগুড়ায় বিএনপির কার্যালয়ে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার
সর্বাধিক পঠিত
দেশের সম্ভাবনাময় পর্যটন ব্যবসায় অশনিসংকেত
দেশের সম্ভাবনাময় পর্যটন ব্যবসায় অশনিসংকেত
৫ আগস্টের পর ক্ষমতার বিরোধে দুই বন্ধু হয়ে গেলেন শত্রু, ঘটে গেলো জোড়া খুন
৫ আগস্টের পর ক্ষমতার বিরোধে দুই বন্ধু হয়ে গেলেন শত্রু, ঘটে গেলো জোড়া খুন
ইলেকট্রনিক্স ব্যবসায় মন্দা, নেপথ্যের কারণ কী
ইলেকট্রনিক্স ব্যবসায় মন্দা, নেপথ্যের কারণ কী
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট চলাচল নিষিদ্ধ
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট চলাচল নিষিদ্ধ
কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা